সৌদি আরবগামী বিমানে করে মালদ্বীপ ছাড়লেন গোটাবাইয়া
- আপডেট টাইম : ০৯:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৭০ ৫০০০.০ বার পাঠক
অবশেষে সৌদি আরবগামী একটি বিমানে করে মালদ্বীপ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। এই বিমান সিঙ্গাপুর হয়ে জেদ্দায় উড়ে যাবে। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিতেই স্থায়ী আশ্রয় নেবেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
খবরে জানানো হয়, ৭৩ বছর বয়সী রাজাপাকসে তার পরিবারসহ সৌদি এয়ারলাইনসের একটি বিমানে উঠেছেন। এটি তাকে প্রথমে সিঙ্গাপুর এবং শেষে জেদ্দাহ নিয়ে যাবে। মালদ্বীপ সরকারের এক কর্মকর্তা এপিকে এই তথ্য দিয়েছে। যদিও প্রথমে ধারণা করা হচ্ছিল প্রাইভেট বিমানে করে সিঙ্গাপুর পালানোর চেষ্টা করছেন তিনি। তবে এপি’র রিপোর্ট অনুযায়ী, অন্যরা যখন প্রাইভেট বিমানের খোঁজ নিতে ব্যস্ত তখন সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে চেপে বসেছেন গোটাবাইয়া। যদিও মালদ্বীপ সরকারের যে সূত্র থেকে এ তথ্য এপি পেয়েছে তার নাম গোপন রাখা হয়েছে।
এখনও পদত্যাগের কোনো ঘোষণা দেননি রাজাপাকসে। তিনি নিরাপদে তার গন্তব্যে পৌঁছানোর পরই পদত্যাগের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।এরপরই নিশ্চিতভাবে জানা যাবে তিনি আসলে কোথায় আশ্রয় নিয়েছেন।