ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

নওগাঁর আত্রাইয়ে বিচার শালিশের নামে প্রহসন

ন‌ওগাঁর আত্রাইয়ে বিচার শালিশে জরিমানার নামে ঘড় থেকে ফ্রিজ নিয়ে গেছে গ্ৰাম্য প্রধান জাতীয় ইমাম সমিতি আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

গত রবিবার রাত ১১টার সময় আত্রাই উপজেলাধীন সাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাতিয়াপাড়া গ্ৰামের রাজমিস্ত্রী সাদ্দামের (২৮) সাথে এক‌ই এলাকার বানেজের পারিবারিক ঝামেলা চলছিল। এর‌ই সূত্র ধরে সাদ্দাম বানেজের কিশোরী মেয়ের একটি ছবি ফটোশপের মাধ্যমে নগ্ন করে মোবাইলে রেখে দেয়। যেন বানেজের পরিবারকে ব্লাকমেইল করতে পারে। তবে সাদ্দামের সহকর্মীরা তার মোবাইল ঘাটতে যেয়ে বানেজের কিশোরী মেয়ের নগ্ন ছবি দেখতে পায় এবং বিষয়টি গ্ৰাম প্রধান সালামকে জানায়।
পরবর্তীতে সালাম সাদ্দামের কাছ থেকে তার মোবাইল কেরে নেই। এবং রবিবার রাতে বিচার ডাকে। বিচারে সে সাদ্দামের ২০০০ টাকা জরিমানা করে এবং বানেজের পরিবারকে ১৫০০০ টাকা জরিমানা করে এছাড়া উভয়দের বেত্রাঘাত করা হয়। বানেজ জরিমানা দিতে না পারায় তার ঘড়ের ফ্রিজটি নিজ হেফাজতে নিয়ে যায় প্রধান সালাম। বিচারে স্থানীয় মাতব্বর সহ সংরক্ষিত মহিলা মেম্বার আফরোজা ও পুরুষ মেম্বার ইসমাইল (৫নং ওয়ার্ড) উপস্থিত ছিলেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সাথে কথা বললে তিনি জানান, আমার বাড়ির পাশের ঘটনা অথচ বিচার করার সময় মাতব্বররা আমাকে জানানোর প্রয়োজন মনে করে নাই।

সাদ্দামের সাথে কথা বললে তিনি জানান, আমার সাথে বানেজের লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল তাই আমি বানেজকে শায়েস্তা করতে ওর মেয়ের ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন করে মোবাইলে রেখে দেয়। বিষয়টি জানাজানি হলে প্রধান সালাম হুজুর আমার মোবাইল কেরে নেই।

বানেজের সাথে কথা বললে তিনি জানান, আমার কিশোরী মেয়ের ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন বানিয়েছে সাদ্দাম অথচ তার জরিমানা ২০০০ আর আমার ১৫০০০ । এই দেশে কেমন বিচার টাকা দিতে না পারায় গ্ৰাম্য প্রধান আমার ঘড় থেকে ফ্রিজ নিয়ে গেল। লজ্জায় মুখ দেখাতে পারছি না এখন । থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুস্থ বিচার চাই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া মাত্র ঘটনা স্থলে ফোর্স পাঠাই। তবে কোন ব্যক্তি নারী ঘটিত বিষয়ে কোন প্রকার বিচার শালিশের নামে হেনস্থা করতে পারবে না। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

নওগাঁর আত্রাইয়ে বিচার শালিশের নামে প্রহসন

আপডেট টাইম : ০১:১০:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

ন‌ওগাঁর আত্রাইয়ে বিচার শালিশে জরিমানার নামে ঘড় থেকে ফ্রিজ নিয়ে গেছে গ্ৰাম্য প্রধান জাতীয় ইমাম সমিতি আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

গত রবিবার রাত ১১টার সময় আত্রাই উপজেলাধীন সাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাতিয়াপাড়া গ্ৰামের রাজমিস্ত্রী সাদ্দামের (২৮) সাথে এক‌ই এলাকার বানেজের পারিবারিক ঝামেলা চলছিল। এর‌ই সূত্র ধরে সাদ্দাম বানেজের কিশোরী মেয়ের একটি ছবি ফটোশপের মাধ্যমে নগ্ন করে মোবাইলে রেখে দেয়। যেন বানেজের পরিবারকে ব্লাকমেইল করতে পারে। তবে সাদ্দামের সহকর্মীরা তার মোবাইল ঘাটতে যেয়ে বানেজের কিশোরী মেয়ের নগ্ন ছবি দেখতে পায় এবং বিষয়টি গ্ৰাম প্রধান সালামকে জানায়।
পরবর্তীতে সালাম সাদ্দামের কাছ থেকে তার মোবাইল কেরে নেই। এবং রবিবার রাতে বিচার ডাকে। বিচারে সে সাদ্দামের ২০০০ টাকা জরিমানা করে এবং বানেজের পরিবারকে ১৫০০০ টাকা জরিমানা করে এছাড়া উভয়দের বেত্রাঘাত করা হয়। বানেজ জরিমানা দিতে না পারায় তার ঘড়ের ফ্রিজটি নিজ হেফাজতে নিয়ে যায় প্রধান সালাম। বিচারে স্থানীয় মাতব্বর সহ সংরক্ষিত মহিলা মেম্বার আফরোজা ও পুরুষ মেম্বার ইসমাইল (৫নং ওয়ার্ড) উপস্থিত ছিলেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সাথে কথা বললে তিনি জানান, আমার বাড়ির পাশের ঘটনা অথচ বিচার করার সময় মাতব্বররা আমাকে জানানোর প্রয়োজন মনে করে নাই।

সাদ্দামের সাথে কথা বললে তিনি জানান, আমার সাথে বানেজের লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল তাই আমি বানেজকে শায়েস্তা করতে ওর মেয়ের ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন করে মোবাইলে রেখে দেয়। বিষয়টি জানাজানি হলে প্রধান সালাম হুজুর আমার মোবাইল কেরে নেই।

বানেজের সাথে কথা বললে তিনি জানান, আমার কিশোরী মেয়ের ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন বানিয়েছে সাদ্দাম অথচ তার জরিমানা ২০০০ আর আমার ১৫০০০ । এই দেশে কেমন বিচার টাকা দিতে না পারায় গ্ৰাম্য প্রধান আমার ঘড় থেকে ফ্রিজ নিয়ে গেল। লজ্জায় মুখ দেখাতে পারছি না এখন । থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুস্থ বিচার চাই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া মাত্র ঘটনা স্থলে ফোর্স পাঠাই। তবে কোন ব্যক্তি নারী ঘটিত বিষয়ে কোন প্রকার বিচার শালিশের নামে হেনস্থা করতে পারবে না। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।