ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি কোস্টগার্ডের অপারেশন ”ডেভিল হান্টে”- মোংলায় রাতভর অভিযানে ৩ জনক আটক ১০ মিনিটে পাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসা: স্বরাষ্ট্র উপদেষ্টা স্ত্রী আইএসআই হলে তো আমি ‘র’-এর এজেন্ট’ মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পূনবর্হাল এর দাবি তে সংবাদ সম্মেলন জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে সরকার মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল পাথরঘাটায় চাঁদাবাজি করতে বাধা দেয়ায় বিএনপির সাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ভৈরবে ভবানীপুর সুলাইমানপুর উচ্চ বিদয়ালয়ে বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বিচার শালিশের নামে প্রহসন

শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : ০১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • / ১৭৪ ৫০০০.০ বার পাঠক

ন‌ওগাঁর আত্রাইয়ে বিচার শালিশে জরিমানার নামে ঘড় থেকে ফ্রিজ নিয়ে গেছে গ্ৰাম্য প্রধান জাতীয় ইমাম সমিতি আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

গত রবিবার রাত ১১টার সময় আত্রাই উপজেলাধীন সাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাতিয়াপাড়া গ্ৰামের রাজমিস্ত্রী সাদ্দামের (২৮) সাথে এক‌ই এলাকার বানেজের পারিবারিক ঝামেলা চলছিল। এর‌ই সূত্র ধরে সাদ্দাম বানেজের কিশোরী মেয়ের একটি ছবি ফটোশপের মাধ্যমে নগ্ন করে মোবাইলে রেখে দেয়। যেন বানেজের পরিবারকে ব্লাকমেইল করতে পারে। তবে সাদ্দামের সহকর্মীরা তার মোবাইল ঘাটতে যেয়ে বানেজের কিশোরী মেয়ের নগ্ন ছবি দেখতে পায় এবং বিষয়টি গ্ৰাম প্রধান সালামকে জানায়।
পরবর্তীতে সালাম সাদ্দামের কাছ থেকে তার মোবাইল কেরে নেই। এবং রবিবার রাতে বিচার ডাকে। বিচারে সে সাদ্দামের ২০০০ টাকা জরিমানা করে এবং বানেজের পরিবারকে ১৫০০০ টাকা জরিমানা করে এছাড়া উভয়দের বেত্রাঘাত করা হয়। বানেজ জরিমানা দিতে না পারায় তার ঘড়ের ফ্রিজটি নিজ হেফাজতে নিয়ে যায় প্রধান সালাম। বিচারে স্থানীয় মাতব্বর সহ সংরক্ষিত মহিলা মেম্বার আফরোজা ও পুরুষ মেম্বার ইসমাইল (৫নং ওয়ার্ড) উপস্থিত ছিলেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সাথে কথা বললে তিনি জানান, আমার বাড়ির পাশের ঘটনা অথচ বিচার করার সময় মাতব্বররা আমাকে জানানোর প্রয়োজন মনে করে নাই।

সাদ্দামের সাথে কথা বললে তিনি জানান, আমার সাথে বানেজের লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল তাই আমি বানেজকে শায়েস্তা করতে ওর মেয়ের ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন করে মোবাইলে রেখে দেয়। বিষয়টি জানাজানি হলে প্রধান সালাম হুজুর আমার মোবাইল কেরে নেই।

বানেজের সাথে কথা বললে তিনি জানান, আমার কিশোরী মেয়ের ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন বানিয়েছে সাদ্দাম অথচ তার জরিমানা ২০০০ আর আমার ১৫০০০ । এই দেশে কেমন বিচার টাকা দিতে না পারায় গ্ৰাম্য প্রধান আমার ঘড় থেকে ফ্রিজ নিয়ে গেল। লজ্জায় মুখ দেখাতে পারছি না এখন । থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুস্থ বিচার চাই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া মাত্র ঘটনা স্থলে ফোর্স পাঠাই। তবে কোন ব্যক্তি নারী ঘটিত বিষয়ে কোন প্রকার বিচার শালিশের নামে হেনস্থা করতে পারবে না। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর আত্রাইয়ে বিচার শালিশের নামে প্রহসন

আপডেট টাইম : ০১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

ন‌ওগাঁর আত্রাইয়ে বিচার শালিশে জরিমানার নামে ঘড় থেকে ফ্রিজ নিয়ে গেছে গ্ৰাম্য প্রধান জাতীয় ইমাম সমিতি আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

গত রবিবার রাত ১১টার সময় আত্রাই উপজেলাধীন সাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাতিয়াপাড়া গ্ৰামের রাজমিস্ত্রী সাদ্দামের (২৮) সাথে এক‌ই এলাকার বানেজের পারিবারিক ঝামেলা চলছিল। এর‌ই সূত্র ধরে সাদ্দাম বানেজের কিশোরী মেয়ের একটি ছবি ফটোশপের মাধ্যমে নগ্ন করে মোবাইলে রেখে দেয়। যেন বানেজের পরিবারকে ব্লাকমেইল করতে পারে। তবে সাদ্দামের সহকর্মীরা তার মোবাইল ঘাটতে যেয়ে বানেজের কিশোরী মেয়ের নগ্ন ছবি দেখতে পায় এবং বিষয়টি গ্ৰাম প্রধান সালামকে জানায়।
পরবর্তীতে সালাম সাদ্দামের কাছ থেকে তার মোবাইল কেরে নেই। এবং রবিবার রাতে বিচার ডাকে। বিচারে সে সাদ্দামের ২০০০ টাকা জরিমানা করে এবং বানেজের পরিবারকে ১৫০০০ টাকা জরিমানা করে এছাড়া উভয়দের বেত্রাঘাত করা হয়। বানেজ জরিমানা দিতে না পারায় তার ঘড়ের ফ্রিজটি নিজ হেফাজতে নিয়ে যায় প্রধান সালাম। বিচারে স্থানীয় মাতব্বর সহ সংরক্ষিত মহিলা মেম্বার আফরোজা ও পুরুষ মেম্বার ইসমাইল (৫নং ওয়ার্ড) উপস্থিত ছিলেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সাথে কথা বললে তিনি জানান, আমার বাড়ির পাশের ঘটনা অথচ বিচার করার সময় মাতব্বররা আমাকে জানানোর প্রয়োজন মনে করে নাই।

সাদ্দামের সাথে কথা বললে তিনি জানান, আমার সাথে বানেজের লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল তাই আমি বানেজকে শায়েস্তা করতে ওর মেয়ের ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন করে মোবাইলে রেখে দেয়। বিষয়টি জানাজানি হলে প্রধান সালাম হুজুর আমার মোবাইল কেরে নেই।

বানেজের সাথে কথা বললে তিনি জানান, আমার কিশোরী মেয়ের ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন বানিয়েছে সাদ্দাম অথচ তার জরিমানা ২০০০ আর আমার ১৫০০০ । এই দেশে কেমন বিচার টাকা দিতে না পারায় গ্ৰাম্য প্রধান আমার ঘড় থেকে ফ্রিজ নিয়ে গেল। লজ্জায় মুখ দেখাতে পারছি না এখন । থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুস্থ বিচার চাই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া মাত্র ঘটনা স্থলে ফোর্স পাঠাই। তবে কোন ব্যক্তি নারী ঘটিত বিষয়ে কোন প্রকার বিচার শালিশের নামে হেনস্থা করতে পারবে না। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।