স্ত্রী আইএসআই হলে তো আমি ‘র’-এর এজেন্ট’
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ০৮:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
নিজেকে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট বলে দাবি করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। তার দাবি আসামসহ উত্তর পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়েছে বিতর্ক। এর আগে তার স্ত্রীকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইর সদস্য বলে কটাক্ষ করেছে বিজেপি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) নলবাড়িতে একটি অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। খবর আনন্দবাজার অনলাইনের।
আসামের কংগ্রেস সদস্য গৌরব গগৈ তার স্ত্রীর পাকিস্তানের সঙ্গে কথিত সম্পর্কের বিষয়ে বিজেপির অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, আমার স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয়, তবে আমি ‘র’ (ভারতীয় গুপ্তচর সংস্থা)-এর এজেন্ট।
তিনি আরও বলেন, সালমান খানের স্ত্রী যদি টাইগার জিন্দা হ্যায়ের মতো আইএসআই এজেন্ট হতে পারে, তবে আমাকেও র-এর এজেন্ট হতে হবে।
গগৈয়ের স্ত্রীকে পাকিস্তানের সংযোগ আছে বিজেপির এমন দাবির পর কংগ্রেস নেতা গৌরব গগৈ এই দাবি ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করেছেন।
বিজেপির মুখপাত্র কিশোর উপাধ্যায়ের দাবি করেন ওই নারী পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছিলেন।
এরপর ব্যাপক বিতর্ক শুরু হয়। কংগ্রেসের পক্ষে অভিযোগ খারিজ করা হয়। সংসদ সদস্য গৌরব গগৈ বলেছেন, তার স্ত্রীর সঙ্গে পাক সংযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
তবে কিশোর উপাধ্যায়ের অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিজেপির আসাম প্রদেশ বিষয়টির আইনি তদন্তের আহ্বান জানিয়েছে। গৌরব গগৈকে কটাক্ষ করে বলা হয়, তার স্ত্রীর কথিত পাক সংশ্লিষ্টতার বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি স্পষ্টীকরণ জারি করুন। এরপরেই নিজেকে র এজেন্ট বলে দাবি করলেন গৌরব গগৈ।