বগুড়া র্যাবের অভিযানে সোহেল ও নজরুল ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ০৬:৫৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৬৫ ৫০০০.০ বার পাঠক
র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় ০২ জন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ জুন ২০২২ ইং তারিখ সময় ১৩.৫৫ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চাঁচাইতারা বন্দরস্থ করোতোয়া ব্রীজ সংলগ্ন মোঃ হিরু (২৩), এর সাইকেল মেকানিক্স দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ সোহেল রানা (৪০), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-চাঁচাইতারা খালপাড়া, ২। মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা-মৃত কাজেমুদ্দিন প্রামানিক, সাং-বেজোড়া দক্ষিনপাড়া, উভয় থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়’কে সর্বমোট=১০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোবাইলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে ।
৩। র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বার্তা প্রেরক:
মোঃ নজরুল ইসলামখ
সহকারী পুলিশ সুপার
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
স্পেশাল কোম্পানী, র্যাব-১২, বগুড়া
তারালাপনী: ০৫১-৬৯৬০০