নতুন লিচু আসতে শুরু করেছে বিরামপুরের হাটে বাজারে
- আপডেট টাইম : ০৬:৪৩:৩৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ মে ২০২২
- / ৩৯২ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।।লিচুর জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলা শহর ও স্থানীয় হাট বাজারে পাকা
লিচু উঠতে শুরু করেছে। শনিবার (১৪ মে) বিরামপুর হাটে নতুন লিচু কিনতে ক্রেতারা আগ্রহী হয়ে ওঠে।লিচু চাষী বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আয়েজ উদ্দিন জানান, তার বাগানে মাদ্রাজী জাতের লিচু পাকতে শুরু করেছে। বাগান থেকে প্রতি ১০০শ’ লিচু ১৬০ টাকা দরে পাইকাড়ি বিক্রি হচ্ছে। একটু বেশী দাম পাওয়ার আশায় তিনি শনিবার বিরামপুর হাটে লিচ ুবিক্রি করতে এনেছেন। হাটে প্রতি ১০০শ’ লিচু ১৮০-২০০ টাকা দরে বিক্রি করছেন। নবাবগঞ্জ থেকে বিরামপুর হাটে লিচু
বিক্রি করতে আনা লিচু চাষী কৃষ্ণ জীবনপুর গ্রামের সাগর মিয়াও একই অভিমত ব্যক্ত করেন। বিরামপুর চকপাড়া গ্রামের সুমন মিয়া জানান, তিনি বেদেনা জাতের প্রতি ১০০শ’ লিচু ৩০০ টাকা দরে বিক্রি করছেন। তারা বলেন, এবার লিচুর পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় তারা গত বছরের তুলনায় বেশী দামে লিচুবিক্রি করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান,লিচুর মুকুল আসার পর প্রাকৃতিক ভাবে কিছু গুটি ঝরে পড়েছে। তবে উপজেলা কৃষি দপ্তরের সার্বিক পরামর্শে এলাকায় লিচুর ফলন ভালোহয়েছে।