অসহায় চটপটির দোকান গুলোতে ও চাঁদাবাজদের আনাগোনা
- আপডেট টাইম : ০৬:২৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ২৯৬ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা শহরের প্রত্যেকটা অলিগলি জুড়ে মুখরোচক খাদ্য চটপটি বিক্রয় হয়,সারাদেশ জুড়ে এ খাদ্য উৎপাদন হচ্ছে আবার বিক্রয় হচ্ছে,এটা জনগন সেবন করেন আত্মতৃপ্তিতে যার নেই কোনো অভিযোগ অনুযোগ,পাশাপাশি আশুলিয়া থানার নবিনগর পল্লীবিদ্যুৎ পলাশবাড়ী ও বিভিন্ন অন্চলে প্রায় ২ শ র ও বেশি এধরনের দোকান রয়েছে,একশ্রেণীর কুচক্রী মহল এটাকে ভিন্নখাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য,পঁচা মাংশ বা বিভিন্ন ভাবে প্রপাগণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছে,মূলত তারা চাচ্ছে মাসোহারা চাঁদা নির্ধারণ করতে,এটা কোন দেশে বসবাস সামান্য রুটি রোজগারের জন্য চটপটি বিক্রয় করে সেখানেও কুচক্রী মহলের আনাগোনা,বিগত কিছুদিন পূর্বে পঁচা মাংস দিয়ে খাদ্য উৎপাদন হয় এমন একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হয়েছে যেটা আদৌ সত্য নয়,এক শ্রেনীর চাঁদাবাজ কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে নিউজ সম্প্রচার করিয়েছেন,তাদের মুল উদ্দেশ্য চাঁদা আদায় করা,তেমনি এটাও তাদের মাস্টার প্লান মাত্র।