আশুলিয়ায় শিশু ধর্ষনের পরে পলাতক ধর্ষক আব্দুল হালিম ওরফে হালি
- আপডেট টাইম : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ২৬৬ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের সাধুপাড়া গ্যাসলাইন অঞ্চলের ভাড়াটিয়া.রঙপুর জেলার.ভুরুঙ্গামারী থানার বাসিন্দা,জিবিকার তাগিদে শিল্প কারখানায় চাকুরী করেন স্বামী স্ত্রী উভয়ে,৭ ই মার্চ সন্ধা ৭ টার সময় শিশুকন্যা. মুদী দোকান থেকে বাসায় ফেরার সময় তার মুখে কাপড় বেঁধে জোর পূর্বক ধর্ষন করেন কিছমত এর পোলা আব্দুল হালিম ওরফে হালি,শিশুকন্যা ভয়ে বাকরুদ্ধ হয়ে দৌড়ে ইমান আলীর বাড়ির পূর্ব পার্শে নেছার উদ্দিন এর ভাড়া বাসার ভাড়াটিয়াদের নিকট আশ্রয় নেন,তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে নিজেদের ব্যবহৃত পরিধান এর পোষাক পরিয়ে শিশুকন্যা কে তার পিতার নিকট বাসায় দিয়ে আসেন ভাড়াটিয়ারা,উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করতে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বক্তব্য ভিডিও ধারনে এবং ভিকটিম শিশুকন্যার ভ্রাতা….. এর বক্তব্যে সম্পূর্ণ সত্যতা প্রমাণ মিলে,ভিকটিমের ভ্রাতা বলেন ঘটনা সত্য, এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটনার পর থেকে ধর্ষক হালিম পলাতক আছেন,ধর্ষক আব্দুল হালিম এর পুত্র ও আত্নীয় স্বজন এরা লোকলজ্জায় কারো নিকটে মুখ খুলছেন না, এবং বাড়ির বাহিরে যাতায়াত করছেন না,তাদের নিকট জানতে চাইলে তারা উক্ত ঘটনার বিষয়ে কথা বলতে চাইছেনা,