পটিয়ায় শাহিন আকতার নামে এক নিরীহ মহিলা উপর হামলা থানায় অভিযোগ
- আপডেট টাইম : ১১:০০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ৪৪২ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম শহিদ
বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রাম।।
চট্টগ্রামের পটিয়ায় শাহিন আকতার নামে এক নিরীহ মহিলার উপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সে কচুয়াই ইউপি কথা কচুয়াই গ্রামের মজলিশ খাতুন বাড়ির জহির মিয়ার কন্যা। এঘটনায় আহত শাহিন আকতার বাদী হয়ে পটিয়া থানায় মোজাহেরুল ইসলাম, নুর মিয়া, আনোয়ার আজিম, মোঃ আব্বাস, আমির হোসেন, মোঃ হাসানের বিরুদ্ধে পটিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, পুর্ব শক্রতার জের ও পারিবারিক বিরোধ এবং শাহিন আকতারের উপজেলার কথা কচুয়াই গ্রামের ক্ষয়কৃত বসতভিটা থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষ বিবাদীগণ পরস্পর যোগসাজশে গত ২০ অক্টোবর এবং ৫ নভেম্বর সকালে দুইদফা মারধর ও হামলা চালিয়ে আহত করেছেন বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। এ ব্যাপারে শাহিন আকতার উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।