কলকাতার সাবেক মেয়র সুব্রতর মৃত্যুতে মমতার শোক
- আপডেট টাইম : ০৫:৩৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ২১১ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী ও কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায় (৭৫) বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঞ্চায়েত ও গ্রামোন্নয়নসহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী সুব্রত।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জি। খবর আনন্দবাজার পত্রিকার।
এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা লেখেন, ‘রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং রাষ্ট্রীয় উদ্যোগ ও শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।
সুব্রতদা ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
হাসিমুখে তিনি জেলায় জেলায় ঘুরে আমাদের সরকারের কাজে অতুলনীয় অবদান রেখেছেন। কলকাতার মেয়র হিসাবে কলকাতার সামগ্রিক উন্নয়নে তার বিশেষ ভূমিকা স্মরণীয়।