নিষিদ্ধ সংগঠনের সঙ্গে ইমরান খানের চুক্তি
- আপডেট টাইম : ০৬:৫৬:৫১ অপরাহ্ণ, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-লাব্বায়েক টিএলপির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইমরান খানের সরকার। এর মধ্য দিয়ে অবসান হচ্ছে টিএলপির দশ দিনের বিক্ষোভের।
রোববার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চুক্তির কথা প্রকাশ করলেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
টিএলপির সাথে এই আলোচনায় অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং ধর্ম বিষয়ক মন্ত্রী মুফতি মুনিবুর রেহমান। সপ্তাহখানেকের মধ্যে চুক্তি নিয়ে বিস্তারিত জাতির সামনে তুলে ধরা হবে বলে জানান তারা। টিএলপি নেতা সাদ রিজভি এটি অনুমোদন করেন বলেও জানান।
গতবছর ফ্রান্সবিরোধী বিক্ষোভের সময় গ্রেফতার হয়েছিলেন সাদ রিজভি।
আলজাজিরা জানায়, রিজভির মুক্তি ও ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ২২ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে ‘লং মার্চ’ শুরু করে হাজার হাজার টিএলপি সমর্থক। পুলিশ-টিএলপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত সাত পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়েছে।