স্থায়ী ‘শেখ রাসেল দেয়ালিকার’ অংশবিশেষ উন্মোচন ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ,
- আপডেট টাইম : ০১:৩৯:৫৫ অপরাহ্ণ, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ৪৯৩ ৫০০০.০ বার পাঠক
স্থায়ী ‘শেখ রাসেল দেয়ালিকার’ অংশবিশেষ উন্মোচন ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ,
মোঃ শহিদুল ইসলাম ( শহিদ ) বিভাগীয় ব্যুরো ঃঃ
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি সিটি কলেজ, চট্টগ্রামে আজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কলেজের সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে একটা চমৎকার ও সৃজনশীল স্থায়ী ‘শেখ রাসেল দেয়ালিকার’ অংশবিশেষ উন্মোচন করেন এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন।
এতে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্যে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, কমিটির আহবায়ক ড. নীলাক্ষি দিদার, সদস্য জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব প্রভাত বড়ুয়া এবং জনাব মিনহাজ উদ্দিনকে শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। এই দেয়ালিকা স্থাপন ও কৃতী ছাত্র ছাত্রীর সংবর্ধনা আয়োজন সকল শিক্ষার্থীকে শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ে লেখাপড়া করতে আরও উৎসাহী করবে এবং প্রেষণা যোগাবে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিগন।