পিতা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দ্রুত ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- আপডেট টাইম : ১২:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ২৩২ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরো।। নওগাঁ পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতিফর রহমান হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দ্রুত ন্যায় বিচারের দাবি করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে নগরী একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে আতিফর রহমানের পরিবারের সদস্যরা এ দাবি জানান। এই সঙ্গে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আতিফর রহমানের বড় ছেলে মেহেদী হাসান রানা। তিনি বলেন, আমার বাবা সবেক ইউপি সদস্য আতিফর রহমানকে ২০১৭ সালের ৭ অক্টোবর দুপুরে নৃশংসভাবে হত্যা করেন বিএনপি ও জামায়াত নেতা আনোয়ার হোসেন ও তৌফিকুর রহমান শাহ। পুলিশ তদন্ত শেষে ৩ বছর পরে ২০২০ সালে হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট নওগাঁ আদালতে দাখিল করে।
কিন্তু এ ঘটনায় জড়িতদের অনেকের নাম বাদ দেওয়ায় আমি বাদী হিসেবে নারাজি দেই। পরে আদালত সিআইডিকে তদন্তভার প্রদান করে। যা আজও তদন্ত চলছে। এখন পর্যন্ত সিআইডি পুলিশ আদালতে চার্জশীট জমা দেয়নি। বর্তমানে আসামীরা সবাই এখন জামিনে থাকায় আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন মামলাটি তুলে নেওয়ার জন্য । বর্তমানে আমারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি বলেন মেহেদী হাসান।