কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা ইতালিতে গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ২৩৮ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
স্পেনের কাতালোনিয়ার নির্বাসিত স্বাধীনতাকামী নেতা চার্লস পুজদেমনকে ইতালিতে গ্রেফতার করা হয়েছে। কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজেনের পর স্পেন থেকে পালিয়ে যান ওই অঞ্চলের সাবেক এ প্রেসিডেন্ট।
শুক্রবার তাকে ইতালির একটি আদালতে তোলার কথা রয়েছে। খবর আলজাজিরার।
২০১৭ সাল থেকে বেলজিয়ামে থাকা কাতালোনিয়ার এ নেতাকে সার্ডিনিয়ার আলঘেরো থেকে গ্রেফতার করা হয় বলে টুইটারে জানান তার চিফ অব স্টাফ জোসেফ লুইস অ্যালে।
অ্যালে লেখেন, আলঘেরো বিমানবন্দরে আসার পর ইতালির পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হবে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে তাকে ছেড়ে দেওয়া হবে নাকি স্পেনের হাতে তুলে দেওয়া হবে।
স্পেন পুজদেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে।
দেশটির দাবি, ২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে ভূমিকা পালন করেন পুজদেমন।