যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী
- আপডেট টাইম : ০৬:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ০ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেছেন,সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশী। অপরাধী আইন অমান্যকারীদের সংখ্যা কম। সমাজের ভালো মানুষরা যদি সাহসনিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন তাহলে সমাজে অন্যায় চলতে পারেনা। পুলিশ ভালো মানুষের বন্ধু আর খারাপ মানুষের শত্রু। পুলিশ হলো আইনের সেবক যেখানেই আইন অমাণ্য হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা। তিনি গতকাল ১৮ জানুয়ারী শনিবার সন্ধ্যায় কুমিল্লা সিটি এলাকার ১নং ওয়ার্ডের ভাটপাড়ায় সমাজ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বীরমুক্তিযোদ্ধা একেএম আজিজুল বাশার সেলিমের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সভাআহবানকারী সাবেক পৌর সিটি কাউন্সিলর মোঃ আকসিরুল বাশার সোহাগ, সাবেক সিটি কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, এডভোকেট আবদুস সোবহান,দেলোয়ার হোসেন স্বজল,মোঃ মেহের জান রুবেল, সভা সহায়তাকারী মোঃ হাবিবুর রহমান ওপেল,মোঃ মফিজ মিয়া,মোঃ শাহনেওয়াজ।
সভায় বক্তরা সমাজথেকে অন্যায় বৈষম্য,মাদক দূরকরার ওপর গুরুত্বারোপ করায়। অপরদিকে সমাজে অবহেলিত দরিদ্র মানুষের কল্যাণে কাজকরার প্রত্যয় ঘোষনা করা হয়। অন্যায়কারীদের প্রতিরোধে পুলিশের সহায়তা কামনা করাহয়।