ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
পুরোনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান বিএনপি সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করে: সালাহউদ্দিন খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা: প্রাণনাশের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছেন। বাড়িয়ালা ময়না বেগম নেতৃত্বে  পাসপোর্টে ফিরল ‘এক্সসেপ্ট ইসরাইল’, যা বললেন সাবেক রাষ্ট্রদূত রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

ফুটবল অঙ্গনের অতি পরিচিত মুখ ফাত্তাহ আর নেই

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • / ২৭৩ ৫০০০.০ বার পাঠক

খেলার রিপোর্ট।।

ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ সাইফ গ্লোবাল স্পোর্টসের জেনারেল ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাতাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে গতকাল সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তিনি স্ত্রী, পাঁচ বছর বয়সী এক কন্যা, মা, এক ভাইসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। ফাতাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়া সংগঠক তরফদার মোঃ রুহুল আমিন। ঢাকা ক্যান্টনমেন্টের আল্লাহু কেন্দ্রীয় জামে মসজিদে বেলা ১১টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সেখানেই তাকে দাফন করা হয়েছে।

 

 

ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন ফাতাহ। ঝিনাহদাহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। কর্মস্থলেও মেধার স্বাক্ষর রাখেন। ফুটবল বিষয়ে অনেক জ্ঞান রাখতেন। এই অঞ্চলে ফিফা-এএফসির স্বীকৃত একমাত্র রিজিওনাল ইনস্ট্রাক্টর ছিলেন তিনি। ২০০৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মিডিয়া ম্যানেজার হিসেবে যোগ দেন ফাতাহ। ২০১১ সাল পর্যন্ত সুনামের সঙ্গে এ দায়িত্বে ছিলেন। এরপর বাফুফের মার্কেটিং-বিপণন বিভাগেও কাজ করেছেন। ২০১৫ সালে বাফুফের বর্তমান সভাপতি কাজী মোঃ সালাউদ্দীনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। ফাতাহ’র মৃত্যুতে বাফুফে, স্পোর্টস জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বিএসজেএ), বিডিডিএফ, বিএফসিএ, সোনালী অতীত ক্লাব, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আব্দুল গাফফারসহ বিভিন্ন সংগঠন শোক ও দুঃখ প্রকাশ করেছে। জানাজায় তরফদার রুহুল আমিনসহ সাইফ পাওয়ারটেকের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

জানাজা শেষে ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন বলেন, ‘ফাতাহ আমাদের অনেক প্রিয় ছিলেন। বাংলাদেশ ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। ফুটবল ফেডারেশনে দীর্ঘদিন কাজ করেছে। পরবর্তীতে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ক্লাবস এ্যাসোসিয়েশনে আমার সঙ্গে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করেছেন। তার অবদান আমরা ভুলতে পারব না। আমি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন এবং ক্লাব এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি তার চলার পথে যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে, তার কথাবার্তায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকলে তাকে মাফ করে দেবেন। জানা গেছে প্রতিদিনকার মতো গতকালও নিয়মমাফিক অফিস করেছেন ফাতাহ। রাত ১টা পর্যন্ত সাইফ গ্লোবাল স্পোর্টসের নিউজ নিজের ফেসবুকের ওয়ালে পোস্ট করেছেন। এরপর খেয়ে ঘুমাতে যান। রাত ৩টায় হঠাৎ ঘুম থেকে ওঠে স্ত্রীকে জানান তার খারাপ লাগছে। ভোরের দিকে বুকে ব্যথার সঙ্গে বমি করেন। এ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফুটবল অঙ্গনের অতি পরিচিত মুখ ফাত্তাহ আর নেই

আপডেট টাইম : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

খেলার রিপোর্ট।।

ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ সাইফ গ্লোবাল স্পোর্টসের জেনারেল ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাতাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে গতকাল সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তিনি স্ত্রী, পাঁচ বছর বয়সী এক কন্যা, মা, এক ভাইসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। ফাতাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়া সংগঠক তরফদার মোঃ রুহুল আমিন। ঢাকা ক্যান্টনমেন্টের আল্লাহু কেন্দ্রীয় জামে মসজিদে বেলা ১১টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সেখানেই তাকে দাফন করা হয়েছে।

 

 

ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন ফাতাহ। ঝিনাহদাহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। কর্মস্থলেও মেধার স্বাক্ষর রাখেন। ফুটবল বিষয়ে অনেক জ্ঞান রাখতেন। এই অঞ্চলে ফিফা-এএফসির স্বীকৃত একমাত্র রিজিওনাল ইনস্ট্রাক্টর ছিলেন তিনি। ২০০৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মিডিয়া ম্যানেজার হিসেবে যোগ দেন ফাতাহ। ২০১১ সাল পর্যন্ত সুনামের সঙ্গে এ দায়িত্বে ছিলেন। এরপর বাফুফের মার্কেটিং-বিপণন বিভাগেও কাজ করেছেন। ২০১৫ সালে বাফুফের বর্তমান সভাপতি কাজী মোঃ সালাউদ্দীনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। ফাতাহ’র মৃত্যুতে বাফুফে, স্পোর্টস জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বিএসজেএ), বিডিডিএফ, বিএফসিএ, সোনালী অতীত ক্লাব, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আব্দুল গাফফারসহ বিভিন্ন সংগঠন শোক ও দুঃখ প্রকাশ করেছে। জানাজায় তরফদার রুহুল আমিনসহ সাইফ পাওয়ারটেকের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

জানাজা শেষে ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন বলেন, ‘ফাতাহ আমাদের অনেক প্রিয় ছিলেন। বাংলাদেশ ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। ফুটবল ফেডারেশনে দীর্ঘদিন কাজ করেছে। পরবর্তীতে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ক্লাবস এ্যাসোসিয়েশনে আমার সঙ্গে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করেছেন। তার অবদান আমরা ভুলতে পারব না। আমি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন এবং ক্লাব এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি তার চলার পথে যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে, তার কথাবার্তায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকলে তাকে মাফ করে দেবেন। জানা গেছে প্রতিদিনকার মতো গতকালও নিয়মমাফিক অফিস করেছেন ফাতাহ। রাত ১টা পর্যন্ত সাইফ গ্লোবাল স্পোর্টসের নিউজ নিজের ফেসবুকের ওয়ালে পোস্ট করেছেন। এরপর খেয়ে ঘুমাতে যান। রাত ৩টায় হঠাৎ ঘুম থেকে ওঠে স্ত্রীকে জানান তার খারাপ লাগছে। ভোরের দিকে বুকে ব্যথার সঙ্গে বমি করেন। এ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান।