মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
- আপডেট টাইম : ১২:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ৪১১ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী অফিস ॥
মাদকের জন্য টাকা চেয়ে না পেয়ে রাজশাহীতে মুমিনুল ইসলাম পিয়াস নামে এক ছেলে তার বাবাকেই ছুরিকাঘাত করে হত্যা করেছে। রবিবার দুপুরে মহানগরীর অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (৪৫)। তিনি একই এলাকার মজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, দুপুরে মাদক কেনার জন্য তার বাবার (জুয়েল) কাছে টাকা চায় পিয়াস। এ সময় টাকা দিতে আপত্তি জানালে ঘরে থাকা ছুরি দিয়ে জুয়েলকে আঘাত করে সে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। এজন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, পিয়সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি মাজাহারুল ইসলাম।