আশুলিয়ায় বি এন পির প্রগ্রাম করা রাজু দেওয়ান চায় যুবলীগের পদ
- আপডেট টাইম : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ৬৪৭ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার ।।
আশুলিয়া থানা বি এন পির প্রগ্রাম করা রাজু দেওয়ান চায় আওয়ামী যুবলীগের সভাপতির পদ,যুবলীগের সক্রিয় সদস্যরা বলেন রাজু দেওয়ান সাবেক সংসদ
সদস্য সালাউদ্দিন দেওয়ানের আপন চাচতো ভাই,ওরা রাতে বিএন পি দিনে আওয়ামীলীগ,সুযোগ সন্ধানী রাজু দেওয়ান ভোল পাল্টে ভোলানাথ হতে চায়, বি এনপির বন ভোজনেও একই মন্ছে আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনায় যোগ দেন রাজু দেওয়ান ও তার ভাই।নাম প্রকাশে
অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন রাজু দেওয়ান যুবলীগের পদ চাচ্ছে বি এনপি দলকে সুসংগঠিত করার জন্য,রাজু দেওয়ান যুবলীগের পদ পাক এমনটাই। আশা করেন তারই ভ্রাতা সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন দেওয়ান,মুলত সালাউদ্দিন দেওয়ানের দাবার গুটি হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন রাজু দেওয়ান,পদ পাওয়া মুখ্য বিষয় নয়,বি এন পিকে সাপোর্ট করতে নেতাকর্মীদের সহযোগিতা করতে সুবিধা হবে এমনটাই আশা করেন বি এনপি সমর্থিত নেতাকর্মীরা,রাজু দেওয়ানের ভাই সংসদ সদস্য সালাউদ্দিন দেওয়ান বি এন পির সাবেক এমপি এর চেয়ে আর কি হতে পারে।আর চাওয়ারই বা কি আছে,আশুলিয়ার যুবলীগ অনেক শক্তিশালী কার্যকর ভূমিকা পালন করেন,সেজন্য যুবলীগের মত পদ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বি এনপি সমর্থক সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন সমর্থকরা,অপরদিকে প্রবীণ রাজনৈতিক নেতাদের মুখে এমনই কথা সোনা যাচ্ছেন কোন দেবতার পূজা করলে পদ পাওয়া যাবে এবং মন্ত্র পাঠ করতে কত পয়সা খরচ হবে,সেদিকে লক্ষ করে ছুটে চলেছেন রাজু দেওয়ান,প্রকৃত ত্যাগি নেতাকর্মীরা বলেন বছরের পর বছর ধরে সাজানো বাগান নষ্ট করতে এক শ্রেণীর কুচক্রী মহল রাজু দেওয়ানকে লেলিয়ে দিচ্ছেন,আমরা মাঠে আছি থাকবো ইনশাআল্লাহ, কোনো অপশক্তি যুবলীগের মধ্যে অনুপ্রবেশ করে যুবলীগের ক্ষতি করতে পারবেনা,আশুলিয়া থানা কমিটি টাকায় বিক্রয় হবেনা,দেবতার পূজা করে পদ পাওয়া জাবেনা,মাঠে কাজ করতে হবে নেতাকর্মীদের সুখে দুঃখের সাথী হতে হবে,কাটিংটু ফিটিং করে নিন্দা কুড়ানো যাবে পদ পাওয়া জাবেনা।