সংবাদ শিরোনাম ::
পূর্ব শত্রুতার জেরে , মাছ চাষের পুকুরে পাট পচালো
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ৩০৬ ৫০০০.০ বার পাঠক
আবুবকর গাজী নবাবগঞ্জ ( ঢাকা) সংবাদদাতা।।
ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শিকারী পাড়া, বারুয়াখালী, জয়কৃষ্ট পুর ও নয়ানশ্রী ইউনিয়ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে। তাই বন্যার পানি খুব একটা হয় না । তবুও বৃষ্টির পানিতে বষার প্রভাব পড়ে। এই এলাকায় পাটের চাষ হয়। শিবপুরের তরুন কৃষক আলমাস হোসেন দিপন। দিপনের নাম ব্রিটিশ লডের নামের সাথে মিলে যাওয়া তাকে অনেক ব্রিটিশ ও বলে। তার কাজকর্ম অনেকটা ব্রিটিশদের মত খারাপ। তাঁর সাথে গোপন টাকা পয়সা পূর্ব শত্রুতার জের থাকায় – অনেকটা না বলে জোর জুলুম করে। ঐ গ্রামের খোকা মিয়ার মাছ চাষের পুকুরে পাট পঁচায়। যাতে মাছ চাষের ক্ষতি হয়। ঐ পুকুরে লাখ টাকার মাছ চাষ হয়।
এ ব্যাপার গ্রামের মাতবর তরুণ নেতা ও মুরুব্বিদেরও অমান্য করে । শেষ পর্যন্ত নেতারা তাকে অমানুষ হিসেবে অভিহিত করে। তারা থানায় অভিযোগের কথাও বলে।
আরো খবর.......