ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জ নোয়াগড় গ্রামে কোটি টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।। সেনাবাহিনীর হাতে ১১ জন আটক ভৈরবে রেলওয়ে থানা পুলিশের হাতে মাদক দ্রব্য গাঁজাসহ হিজরা গ্রেফতার পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার সুন্দরবনের খালে কাঁকড়া ধরায় চাঁদা দাবি। চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ ডাকাত তরিকুলের বিরুদ্ধে আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে একটি মাটি ভর্তি ট্রাকটর আটক আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে

আশুলিয়ায় অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের অর্ধগলিত লাশ উদ্ধার

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ণ, সোমবার, ৯ আগস্ট ২০২১
  • / ২৩৬ ৫০০০.০ বার পাঠক

মোঃআকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

আশুলিয়ার নরসিংহপুর বেরন এলাকার রুপায়ন মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মন,মিন্টু চন্দ্র বর্মন  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামের শর্ত বর্মনের   ছেলে,নিহত মিন্টু চন্দ্র বর্মনের ছোট ভাই দীপক চন্দ্র বর্মন জানান,গত ১৩ ই জুলাই স্বপ্ন নিবাস  নিজ বাসা থেকে দাদা নিখোঁজ হলে,তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া জায়।প্রাথমিক পর্যায়ে আত্নীয় স্বজন সহ সকল জায়গায় খোঁজ নিয়ে দাদাকে না পাওয়ায়,২২ শে জুলাই আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি নিখোঁজ ডায়েরি দায়ের করি,তারই পরিপেক্ষিতে ০৯/০৮/২০২১  সোমবার ছায়া তদন্ত করে তিন জনকে আটক করেন (র্যাব)ঘাতক রবিউলের দেওয়া তথ্যমতে তাৎক্ষনিক লাশের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন (র্যাববাহিনী) বেলা সাড়ে ১১ টায় জামগড়া ছয়তলা স্বপ্ন নিবাস এলাকায়,অভিযান পরিচালনা করেন র্যাববাহিনীর একটি চৌকস টিম,সাথে সংযুক্ত ছিলেন পুলিশ গোয়েন্দা সংস্থা সাংবাদিক ও বিপুল সংখ্যক জনতা।অভিযান পরিচালনা করে নিহত মিন্টু চন্দ্র বর্মনের পাঁচ টুকরো লাশ উদ্ধার করা হয়,মাথাটি উদ্ধার হয়নি,মাথাটি ফেলে দিয়েছেন রাজধানীর.দক্ষিন কোনার আশকোনার একটি ডোবায়,মাথাটিও উদ্ধার অভিযান চলমান।নিহত মিন্টু চন্দ্রের ভাই দীপক চন্দ্র বর্মন জানান,তার ভাই মিন্টু চন্দ্র বর্মন,দুই বছর আগে তারই বন্ধু (রবিউল)(মোতালেব) (শামসুজ্জামান)এর সাথে সহপাঠী হয়ে,চার বন্ধু মিলে সাভারে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন,যার নাম দেওয়া হয়, সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।উক্ত কলেজের অধ্যক্ষর দ্বায়িত্বে ছিলেন দাদা।আমি আমার দাদার নৃশংস হত্যাকারীদের ফাঁশি চাই,বাংলার জমিনে এমন নৃশংস হত্যাকান্ড সংঘটিত আর যেনো না হয়,এমন বিঁচার চাই।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আশুলিয়ায় অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ণ, সোমবার, ৯ আগস্ট ২০২১

মোঃআকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

আশুলিয়ার নরসিংহপুর বেরন এলাকার রুপায়ন মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মন,মিন্টু চন্দ্র বর্মন  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামের শর্ত বর্মনের   ছেলে,নিহত মিন্টু চন্দ্র বর্মনের ছোট ভাই দীপক চন্দ্র বর্মন জানান,গত ১৩ ই জুলাই স্বপ্ন নিবাস  নিজ বাসা থেকে দাদা নিখোঁজ হলে,তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া জায়।প্রাথমিক পর্যায়ে আত্নীয় স্বজন সহ সকল জায়গায় খোঁজ নিয়ে দাদাকে না পাওয়ায়,২২ শে জুলাই আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি নিখোঁজ ডায়েরি দায়ের করি,তারই পরিপেক্ষিতে ০৯/০৮/২০২১  সোমবার ছায়া তদন্ত করে তিন জনকে আটক করেন (র্যাব)ঘাতক রবিউলের দেওয়া তথ্যমতে তাৎক্ষনিক লাশের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন (র্যাববাহিনী) বেলা সাড়ে ১১ টায় জামগড়া ছয়তলা স্বপ্ন নিবাস এলাকায়,অভিযান পরিচালনা করেন র্যাববাহিনীর একটি চৌকস টিম,সাথে সংযুক্ত ছিলেন পুলিশ গোয়েন্দা সংস্থা সাংবাদিক ও বিপুল সংখ্যক জনতা।অভিযান পরিচালনা করে নিহত মিন্টু চন্দ্র বর্মনের পাঁচ টুকরো লাশ উদ্ধার করা হয়,মাথাটি উদ্ধার হয়নি,মাথাটি ফেলে দিয়েছেন রাজধানীর.দক্ষিন কোনার আশকোনার একটি ডোবায়,মাথাটিও উদ্ধার অভিযান চলমান।নিহত মিন্টু চন্দ্রের ভাই দীপক চন্দ্র বর্মন জানান,তার ভাই মিন্টু চন্দ্র বর্মন,দুই বছর আগে তারই বন্ধু (রবিউল)(মোতালেব) (শামসুজ্জামান)এর সাথে সহপাঠী হয়ে,চার বন্ধু মিলে সাভারে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন,যার নাম দেওয়া হয়, সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।উক্ত কলেজের অধ্যক্ষর দ্বায়িত্বে ছিলেন দাদা।আমি আমার দাদার নৃশংস হত্যাকারীদের ফাঁশি চাই,বাংলার জমিনে এমন নৃশংস হত্যাকান্ড সংঘটিত আর যেনো না হয়,এমন বিঁচার চাই।