ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলমানদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ইসলামকে যারা মানে এবং মনে প্রাণে বিশ্বাস করে তারাই শুধু মুক্তি পাবে: নজরুল ইসলাম ইয়েমেনে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মার্কিন হামলায় নিহত ৬৮ মোংলায় পূর্ব শত্রুতার জেরে হামলা: গুরুতর আহত ৩, থানায় অভিযোগ দায়ের কিশোরগঞ্জে হাওড়ে বজ্রপাত, নারীসহ ৩ জনের মৃত্যু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন নিক-শনের জুটিতে হতাশা বাড়ছে বাংলাদেশের জিম্বাবুয়ের ওপেনিং জুটি ফিরিয়ে উদযাপনে মাতেন তানজিম। তবে বাংলাদেশ এমন উদযাপনের উপলক্ষ আর একবারই পেয়েছে শিল্পের গ্যাস দিয়ে চলছে বিদ্যুৎ ও সার উৎপাদন, দিশেহারা কারখানা মালিকরা পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার আরও ২ আসামি শনাক্ত

আশুলিয়ায় অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের অর্ধগলিত লাশ উদ্ধার

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / ২৭৬ ৫০০০.০ বার পাঠক

মোঃআকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

আশুলিয়ার নরসিংহপুর বেরন এলাকার রুপায়ন মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মন,মিন্টু চন্দ্র বর্মন  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামের শর্ত বর্মনের   ছেলে,নিহত মিন্টু চন্দ্র বর্মনের ছোট ভাই দীপক চন্দ্র বর্মন জানান,গত ১৩ ই জুলাই স্বপ্ন নিবাস  নিজ বাসা থেকে দাদা নিখোঁজ হলে,তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া জায়।প্রাথমিক পর্যায়ে আত্নীয় স্বজন সহ সকল জায়গায় খোঁজ নিয়ে দাদাকে না পাওয়ায়,২২ শে জুলাই আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি নিখোঁজ ডায়েরি দায়ের করি,তারই পরিপেক্ষিতে ০৯/০৮/২০২১  সোমবার ছায়া তদন্ত করে তিন জনকে আটক করেন (র্যাব)ঘাতক রবিউলের দেওয়া তথ্যমতে তাৎক্ষনিক লাশের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন (র্যাববাহিনী) বেলা সাড়ে ১১ টায় জামগড়া ছয়তলা স্বপ্ন নিবাস এলাকায়,অভিযান পরিচালনা করেন র্যাববাহিনীর একটি চৌকস টিম,সাথে সংযুক্ত ছিলেন পুলিশ গোয়েন্দা সংস্থা সাংবাদিক ও বিপুল সংখ্যক জনতা।অভিযান পরিচালনা করে নিহত মিন্টু চন্দ্র বর্মনের পাঁচ টুকরো লাশ উদ্ধার করা হয়,মাথাটি উদ্ধার হয়নি,মাথাটি ফেলে দিয়েছেন রাজধানীর.দক্ষিন কোনার আশকোনার একটি ডোবায়,মাথাটিও উদ্ধার অভিযান চলমান।নিহত মিন্টু চন্দ্রের ভাই দীপক চন্দ্র বর্মন জানান,তার ভাই মিন্টু চন্দ্র বর্মন,দুই বছর আগে তারই বন্ধু (রবিউল)(মোতালেব) (শামসুজ্জামান)এর সাথে সহপাঠী হয়ে,চার বন্ধু মিলে সাভারে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন,যার নাম দেওয়া হয়, সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।উক্ত কলেজের অধ্যক্ষর দ্বায়িত্বে ছিলেন দাদা।আমি আমার দাদার নৃশংস হত্যাকারীদের ফাঁশি চাই,বাংলার জমিনে এমন নৃশংস হত্যাকান্ড সংঘটিত আর যেনো না হয়,এমন বিঁচার চাই।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আশুলিয়ায় অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

মোঃআকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

আশুলিয়ার নরসিংহপুর বেরন এলাকার রুপায়ন মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মন,মিন্টু চন্দ্র বর্মন  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামের শর্ত বর্মনের   ছেলে,নিহত মিন্টু চন্দ্র বর্মনের ছোট ভাই দীপক চন্দ্র বর্মন জানান,গত ১৩ ই জুলাই স্বপ্ন নিবাস  নিজ বাসা থেকে দাদা নিখোঁজ হলে,তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া জায়।প্রাথমিক পর্যায়ে আত্নীয় স্বজন সহ সকল জায়গায় খোঁজ নিয়ে দাদাকে না পাওয়ায়,২২ শে জুলাই আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি নিখোঁজ ডায়েরি দায়ের করি,তারই পরিপেক্ষিতে ০৯/০৮/২০২১  সোমবার ছায়া তদন্ত করে তিন জনকে আটক করেন (র্যাব)ঘাতক রবিউলের দেওয়া তথ্যমতে তাৎক্ষনিক লাশের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন (র্যাববাহিনী) বেলা সাড়ে ১১ টায় জামগড়া ছয়তলা স্বপ্ন নিবাস এলাকায়,অভিযান পরিচালনা করেন র্যাববাহিনীর একটি চৌকস টিম,সাথে সংযুক্ত ছিলেন পুলিশ গোয়েন্দা সংস্থা সাংবাদিক ও বিপুল সংখ্যক জনতা।অভিযান পরিচালনা করে নিহত মিন্টু চন্দ্র বর্মনের পাঁচ টুকরো লাশ উদ্ধার করা হয়,মাথাটি উদ্ধার হয়নি,মাথাটি ফেলে দিয়েছেন রাজধানীর.দক্ষিন কোনার আশকোনার একটি ডোবায়,মাথাটিও উদ্ধার অভিযান চলমান।নিহত মিন্টু চন্দ্রের ভাই দীপক চন্দ্র বর্মন জানান,তার ভাই মিন্টু চন্দ্র বর্মন,দুই বছর আগে তারই বন্ধু (রবিউল)(মোতালেব) (শামসুজ্জামান)এর সাথে সহপাঠী হয়ে,চার বন্ধু মিলে সাভারে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন,যার নাম দেওয়া হয়, সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।উক্ত কলেজের অধ্যক্ষর দ্বায়িত্বে ছিলেন দাদা।আমি আমার দাদার নৃশংস হত্যাকারীদের ফাঁশি চাই,বাংলার জমিনে এমন নৃশংস হত্যাকান্ড সংঘটিত আর যেনো না হয়,এমন বিঁচার চাই।