৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
- আপডেট টাইম : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
হবিগঞ্জ প্রতিনিধি।।
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ কুদ্দুস মিয়া (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে জেলার মাধবপুর উপজেলার গোয়াসনগর গ্রামের মৃত রজব আলীর ছেলে।
শনিবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
এর আগে ১৮ জুন তাদের নেতৃত্বে একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুরের শাহজিবাজার আল মদিনা রেস্টুরেন্ট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, ১টি মেমরী কার্ড, নগদ ৫৫২৫ টাকা, ও হাত ঘড়ি ১টি জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী কুদ্দুস মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারা মোতাবেক উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করে।