নারায়ণগঞ্জ ফতুল্লাহ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
- আপডেট টাইম : ১১:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ৩০০ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥
নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি মোল্লা বাড়ি এলাকায় এক ব্যক্তি (৩২) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে নিহত ব্যক্তি অটোরিক্সার চালক হতে পারে। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত নিহতের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোঃ রকিবুজ্জামান জানান, ৯৯৯ নম্বর থেকে কলের মাধ্যমে জানতে পারি পিলকুনি এলাকায় একটি লাশ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো জানান, নিহত ওই ব্যক্তির পিছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাই ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি অটোচালক হতে পারে। নিহতের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহত ব্যক্তি যদি অটোচালক হন তবে তার অটোরিক্সাটি ছিনিয়ে নিয়েছে কিনা তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহতের আত্মীয়-স্বজন পাওয়া গেলে তারাই বাদী হয়ে মামলা করবেন। যদি আত্মীয়-স্বজন পাওনা না যায় তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।