৬ অক্টোবর ২০২৫,
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কের পাশ থেকে অজ্ঞাত নামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশ ।
আজ সোমবার দুপুরে ভৈরব – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে কুলিয়ারচরের কাঁঠালতলা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। প্রথমে কুলিয়ারচর ্রথা্না পুলিশ ঘটনাস্থলে পৌঁছে । কিন্তু মরদেহটি হাইওয়ে থানার সীমানায় হওয়ায। পরে তারা হাইওয়ে পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেন । স্থানীয়রা জানান, অজ্ঞাত নারীটি বেশ কিছুদিন যাবত এলাকায় ঘুরা- ফেরা করতে দেখেছেন । কিন্তু কেউ তাকে চিনেননা। ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন।
এ বিষয়ে হাইওয়ে থানার উপ- পরিদর্শক শামিম আহমেদ জানান,ধারণা করা হচ্ছে কোন যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে । তবে এলাকাবাসীদের বরাতে তিনি আরো জানান ওই নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।
প্রিন্ট