পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের পশ্চিমে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, ভাঙ্গুড়া স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দের সঙ্গে বগি লাইনচ্যুত হয়। আতঙ্কে অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নামেন। তবে ইন্জিন এ থাকা এক যুবক যাত্রী ছিটকে পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে । ট্রেনে পূজার ছুটিতে বাড়ি ফেরা যাত্রীরা এতে চরম ভোগান্তির শিকার হন।
প্রত্যক্ষদর্শী সুমন ইসলাম যাত্রী বলেন, “হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।”
দুর্ঘটনার পরপরই ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। থানার ওসি শফিকুল ইসলাম জানান, “ভোর চারটার দিকে লাইনচ্যুতির পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে।”
এদিকে ভাঙ্গুড়া ভাগুড়া রেলস্টেশনের মাষ্টার আরিফুল বলেন, লাইন ঠিক ছিল তদন্ত চলমান এখন আপাতত সচল করার জন্য আমাদের টিম কাজ করছে।”
প্রিন্ট