ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনঃ নৌকার মনোনয়ন চাইলেন দু:সময়ের সাবেক ছাত্রনেতা আদেশ চন্দ্র দেব
- আপডেট টাইম : ০৯:২৯:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ২৯০ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৫৪৭ জন।এর মধ্যে জাতিগত সংখ্যালঘুদের ভোট রয়েছে অর্ধ লক্ষেরও বেশী।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। যারা নিজ নির্বাচনী এলাকায় জনপ্রিয় ও সমাদৃত এমন পরিক্ষিত দুঃসময়ের ত্যাগী নেতৃত্ব খুঁজছে আওয়ামীলীগ।
নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেন এমন সাবেক ছাত্রনেতাদের এবার বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে।
সময়ের প্রয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে নৌকার মনোনয়ন পেতে দলীয় ফরম কিনে জমা দিয়েছেন সাবেক এক ছাত্র নেতা। তিনি হলেন নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য আদেশ চন্দ্র দেব।
১৯ নভেম্বর রোববার দুপুরে দলীয় কার্যালয় হতে নৌকার মনোনয়ন ফরম কিনে পরদিন সোমবার সকালে জমা দেন তিনি।
দলীয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে,আদেশ চন্দ্র দেব স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষুদ্র কর্মী হিসেবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হন। দলের দুর্দিনে ছাত্রলীগের হয়ে রাজপথ কাঁপানো শ্নোগান ও সভামঞ্চের অনলবর্ষী বক্তা হিসেবে তিনি অর্জন করেন বিপুল জনপ্রিয়তা।
দলের প্রয়োজনে ৯০ এর গণ আন্দোলন ও সংগ্রামে সক্রিয় অংশগ্রহন করে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। যে সময় নির্বাচিত হন নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সহ -সভাপতি। সে সময় তাঁর আপন সহোদর নারায়ন চন্দ্র দেব মনা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক (বর্তমানে আমেরিকা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক)।
এর পর সম্মেলনের মাধ্যমে ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত এবং এযাবৎ কালের সবচেয়ে সফলতম নাসিরনগর উপজেলা শাখার সভাপতি হিসেবে রয়েছে তাঁর নাম। একাধারে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার আপন ভাতিজা জয়ন্ত দেব রকি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও আদেশ চন্দ্র দেব সেই ছাত্রলীগ থেকে শুরু করে অদ্যাবধি আওয়ামী লীগের পতাকাতলে থেকে এলাকায় জনসম্পৃক্ত হয়ে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন।
উপজেলা সমবায় সমিতি (বিআরডিবি) এর চেয়ারম্যান নির্বাচিত হন পর পর দুইবার। দায়িত্ব পালন করেছেন ব্রাহ্মনবাড়িয়া সমবায় ব্যাংক লি: এর চেয়ারম্যান হিসবেও। নাসিরসগর প্রেসক্লাবের সভাপতি হয়েছেন। এছাড়াও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার সংগঠন “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ” এর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এমনকি নাসিরনগর উপজেলা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাকালিন সাধারন সম্পাদক হিসেবে আছে তাঁর নাম।এমনি আরো বহু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সংগঠনের সাথে জড়িত থেকে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলছেন তিনি।
আদেশ দেব বলেন, ‘দলের দুঃসময়ে আমরা রাজনীতি করেছি। ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত রাজনীতির সঙ্গে আছি। আশা করছি, দুর্দিনের কর্মীকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মূল্যায়ন করবেন।’
তিনি বলেন নিজের সবকিছু উৎসর্গ করে এলাকার মানুষের জন্য নিজেকে নিবেদিত করব। মনোনয়ন না পেলে মননোয়ন বোর্ড যাকে মনোনয়ন দেবে, তার জন্য সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য দিয়ে নৌকা কে বিজয়ী করে নিয়ে আসব।