তীরনয় নদী থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

- আপডেট টাইম : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬০ ১৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পরে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে তাদের উদ্ধার হয়।
মৃতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তার ছেলে শাওন (৮) ও সাফাত (৬)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নাসিমা তার দুই শিশু সন্তানকে নিয়ে তীরনই নদীর তীরে ছাগল চরাতে যান। সেখানেই নদীতে তারা দুপুরের দিকে গোসল করেছেন বলে স্থানীয়রা জানান। পরে সন্ধ্যা হলেও নাসিমাসহ তার দুই শিশুসহ বাড়িতে না ফেরায় নাসিমার স্বামীসহ তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। দীর্ঘ রাত পর্যন্ত নদী এলাকা সহ বিভিন্ন আত্নীয় স্বজনের বাড়িতে খোজাখুজি শেষে আজ (বুধবার) সকালে নাসিমার শ্বশুর সামসুল হক তীরনই নদীর ধারে নাসিমাসহ তার দুই শিশু সন্তানকে নদীর বালুর মধ্যে আটকা থাকা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় জেলেদের সহায়তায় মরদেহ নদী থেকে তোলা হয়।
মরদেহ উদ্ধারের সময় মায়ের শাড়ির আচল দিয়ে দুই শিশু সন্তানের শরীর বাধা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যা নাকি আত্নহত্যা!
রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী সকালের সময়কে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’