গাজীপুর ওমর ফারুক নামের পরিবারকে চাঁদনী নামের নারী হত্যার হুমকি দেয় তাাঁকে বিয়ে না করলে থানায় অভিযোগ
- আপডেট টাইম : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ২১৩ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – মোঃ ওমর ফারুক, পিতা – মোঃ শহিদুল্লাহ, সাং – উওর ছায়াবিথী, বাসা নং – ৮৮/১, ব্লক – ই, ওয়ার্ড নং – ২৮, উক্ত লোকের সাথে প্রায় এক বছর পূর্বে পরিচয় হয় – অনলাইনে – চাঁদনী নামের নারীর সঙ্গে, চাঁদনীর – পিতা – অজ্ঞাতো, সাং – যুগীতলা, থানা – গাছা, গাজীপুর মহানগর। ওমর ফারুকের সাথে পরিচয় হওয়ার পর – ওমর ফারুকের অর্থের জন্য লোভ করে – চাঁদনী – তাঁকে – বিয়ের প্রস্তাব দেয়, ওমর ফারুক উক্ত ব্যাপারটি টের পেয়ে – চাঁদনীর সকল প্রস্তাব না করে দেয়, কয়েক বার না করার পরও চাঁদনী গত – ১৫/০৮/২০২৩ ইং – তারিখে – ওমর ফারুকের বাসায় গিয়ে – ওমর ফারুককে হুমকি দেয়, বলে – আমাকে বিয়ে না করলে – তোঁকে মেরে – নারী নির্যাতনকারী সাজিয়ে – মামলা করবো তোঁর নামে, ওমর ফারুক নিজের জীবন নিয়ে অনিরাপওায় রয়েছে, পরবর্তীতে ওমর ফারুকের বোন – মোসাম্মৎদ হালিমা আক্তার বাদী হয়ে – চাঁদনীর নামে – গাজীপুর সদর থানার ওসি বরাবর – লিখিতো অভিযোগ করে, ওসি গাজীপুর সদরকে উক্ত ব্যাপারটির সঠিক তদন্ত করে -চাঁদনীকে আইনের আওতায় এনে – দৃষ্টান্তমূলোক সাজা প্রদান করে – ওমর ফারুকের জীবনের নিরাপওা ফিরিয়ে দেয়ার – অনুরোধ জানান – গাজীপুরের সুশীল সমাজ।অনুসন্ধানে চোখ রাখ