ঠাকুরগাঁও-৩ জাতীয় সংসদ নির্বাচনী মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনের মাঠে

- আপডেট টাইম : ১২:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ৮২২ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও-৩ পীরগঞ্জ ও রানীশংকৈল একাংশ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশি নেতাগণ মাঠে রয়েছেন। সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এদিকে আওয়ামীলীগ, ১৪ দলিয় ও মহাজোট এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দলিয় জোটের নেতাগণ নিজ নিজ জোটের মনোনয়ন লাভের আশায় কেন্দ্রীয় নেতাদের সাথে লোবিং করছেন। মাঠ পর্যায়ে ভিন্ন ভিন্ন সভা-সমাবেশ সদস্য সংগ্রহের মধ্যদিয়ে শুভেচ্ছা বিনিময়, ফেস্টুন সোভা বর্ধণ, কর্মী সভায় গণসংযোগ, কৌশলী নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। মাঠ পর্যায় ও তথ্য বিবরণীতে জানা যায় এ আসনে মনোনয়ন প্রত্যাশিরা হলেন, আওয়ামীলীগ থেকে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা রবিউল ইসলাম রবি, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও পীরগঞ্জ উপজেল পূজা উদযাপন পরিষদের সভাপতি অধক্ষ্য গোপাল চন্দ্র রায়। জাপার t জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপি হাফিজ উদ্দীন আহাম্মেদ। ওয়ার্কাস পার্টির t জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী। বিএনপির t পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী t ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। এছাড়াও জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এনপিপি, বিএনএফ পার্টির নেতাও নির্বাচন করার প্রত্যাশায় প্রহর গুনছেন। এ আসনে পীরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা, ১০ টি ইউনিয়ন ও রানীশংকৈল উপজেলার একটি পৌরসভা, ৬টি ইউনিয়নস্তে মোট ভোটার ৩ লাখ ১ শত ১৮ জন।