দ্বাদশ নির্বাচনে আমি আবারও এমপি নির্বাচিত হলে কোন কাজ অসমাপ্ত থাকবে না’ মোঃএবাদুল করিম বুলবুল এমপি
- আপডেট টাইম : ০৯:৩৮:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০২৩
- / ১২৬ ৫০০০.০ বার পাঠক
আগামী ৫ বছর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এবং নবীনগরে যদি নৌকার এমপি থাকে, এবং আমি যদি এমপি থাকিতা হলে নবীনগরের মানুষের চাওয়ার কোন রাস্তার কাজ থাকবে না। সকল রাস্তার কাজ সমাপ্ত করা হবে। কোন কাজ অসমাপ্ত থাকবে না।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে এ কথা বলেছপন স্থানীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে, ৮কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত তিনতলা ভবনটি এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৩ জুন) উদ্বোধন করেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এবাদুল করিম বুলবুল আরও বলেন, আগামী ৬ মাসের মধ্যে ৫০ শয্যা থেকে নবীনগর হাসপাতালকে ১০০ শয্যা করার বিষয়টি নবীনগর উপজেলা বাসি সকলে আপনারা জানতে পারবেন।
সভায় আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, ডা. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান প্রমুখ। এই ভবনটি উদ্বোধনের মধ্য চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের অনেকটা দুর্ভোগ কমবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।