নাসিরনগরে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ক এ্যাডভোকেসী সভা
- আপডেট টাইম : ০৫:৪৪:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
নাসিরনগরে মাতৃস্বাস্থ উন্নয়নে স্থানীয় সরকার প্রতিনিধি ও সামাজিক উন্নয়ন কাজে সম্পৃক্ত প্রতিনিধিদের ভুমিকা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিরার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে ও ইন্সটিটিউট ফর হেলত কেয়ার ইমপ্রুভমেন্ট (IHI) আয়োজনে গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিস ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এএফএম রফিকুল ইসলাম, ডাঃ মোঃ সামছুল ইসলাম, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন, কুন্ডা ইউপি চেয়ারম্যান এড নাসির উদ্দীন ভুইয়া, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নাসিরনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,মিজানুর রহমান,মোহাম্মদ আলী, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইউপি সচিব রাজিব ঘোষ প্রমুখ।
এ্যাডভোকেসী সভায়,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন।