ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট টাইম : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১৫ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত
দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে
সফিক নামে (৩৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সফিক কুলিয়ারচর উপজেলার ছয়সূতি মাটিকাটা গ্রামের সামসু মিয়ার ছেলে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় ভৈরব বাজার হলুদপট্টি আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা ও পুলিশ জানায়, ৫ আগস্টে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ফলে দিন দিন অফিসগুলো ময়লার বাগারে পরিণত হয়। এরপর থেকে আওয়ামী লীগের অফিসে কোন কার্যক্রম কিংবা আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের অফিসে আসতে যেতে দেখা যায়নি। এদিকে দুর্বৃত্তরা কার্যালয়ের অফিসগুলোর দরজা জানালাও খোলে নিয়ে গেছে। বর্তমানের কার্যালয়টি বাথরুম হিসেবে ব্যবহার করে স্থানীয়রা। ইতিমধ্যে কার্যালয়টি মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় স্থানীয়রা দেখতে পায় একজন যুবকের মরদেহ স্বেচ্ছাসেবক লীগ অফিসের টাইলসের উপর পড়ে আছে। যুবকের দেহে কোন কাপড় ছিল না। পড়নে ছিল একটি কালো প্যান্ট। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। যুবকের দেহে কাপড় নেই। একটি কালো রঙের ফুলপ্যান্ট পরিহিত রয়েছে। মরদেহের পাশে একটি কালো রঙয়ের গেঞ্জি পড়ে আছে। প্রাথমিক ভাবেও হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেন।