ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯০ ইলা লালালালা: সবুজ ঘাসের লাল দ্রোহের সুর যার কন্ঠে তরুণ আইনজীবী সাইফুলকে যেভাবে হত্যা করা হয় গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতিত অতিষ্ঠ জনসাধারণ সমাবেশে গিয়ে টাকা না পেয়ে বাড়ি ঘেরাও, ৫ প্রতারক আটক অভিনব সিন্ডিকেট: সয়াবিন তেলের সঙ্গে চাল-ডাল কেনা বাধ্যতামূলক! সব ছাত্রসংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত ডেপুটি রেজিস্ট্রার হয়েও নার্সিং ইনস্টিটিউট ব্যবসা নিলুফার ইয়াসমিনের অভিযোগ তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তলব পুলিশ প্রশাসনের নীতিগত পরিবর্তন হলেও এসআই মিজানের অসাধু নীতির পরিবর্তন হয়নি

চন্দ্রা বিট রেঞ্জার আশরাফুল আলম (দোলন) নামে উঠে এসেছে বিভিন্ন বনের অপকর্মের অভিযোগ

বিশেষ প্রতিবেদন -(গাজীপুর)
  • আপডেট টাইম : ১২:৪২:০৪ অপরাহ্ণ, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ২৪০ ৫০০০.০ বার পাঠক

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বন বিটের রেঞ্জার আশরাফুল আলম ওরফে (দোলন) এর বিরুদ্ধে উঠে এসেছে নানারকম চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ।

চন্দ্রা রেঞ্জার আশরাফুল আলম (দোলন) দীর্ঘ ২ বছর যাবৎ একই বিটের কর্মরত থাকার কারণে,লাগামহীন হয়ে পড়েছে, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বাহিনী।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন ফরেস্টার পদমর্যাদার আশরাফুল আলম।
ফরেস্টার হয়েও বিগত দুই বছর ধরে জেলার গুরুত্বপূর্ণ এই রেঞ্জটির দায়িত্ব পালন করছেন তিনি।
এই ফরেস্টার গাজীপুরে কর্মরত ছয় বছরের বেশী সময় ধরে।
এর আগে শ্রীপুর রেঞ্জের সিমলাপাড়া বিট ও রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটে কর্মরত ছিলেন।
মনিপুর বিটে থাকাকালীন দুর্নীতির দায়ে ২০১৮ সালের ২৭ মে, তাকে সিলেট বন বিভাগে অকালীন বদলীর আদেশ করেন তৎকালীন বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল।
তবে আশ্চর্যজনকভাবে তৎকালীন প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরীর আশির্বাদে এই ফরেস্টারের বদলীর আদেশ স্থগিত হয়।
প্রাইজ পোস্টিং দেয়া হয় গাজীপুর চন্দ্রা চেক স্টেশনে। পরে চেক স্টেশন থেকে তদবির করিয়ে তিনি কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার চেয়ার বাগিয়ে নেন। তার সক্রিয় একটি দালাল বাহিনী রয়েছে।
এই বাহিনীতে রয়েছে চিহ্নিত দালাল আলেক, রোহেজ । বাড়ইপাড়া বিট কর্মকর্তা শহিদুল আলমের মাধ্যমে অপ্রতিরোধ্য ভাবে কামিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। বন রক্ষার নামে তারা বনভূমিতে কলোনি বসতবাড়ি ও দোকানপাট নির্মাণে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা ।এলাকাবাসী সূত্রে জানা যায় ,চিহ্নিত বন বিটের দালাল আলেক ও রোহিজ সহ একাধিক দালালের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে চন্দ্র রেঞ্জারের পকেট পর্যন্ত । যখনই বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় তখনই তারা একটু নড়েচড়ে বসেন, এবং দু একটি অবৈধ স্থাপনায় অভিযান চালিয়ে একটি ভিডিও ফুটেজ ধারণ করে হেড অফিসে পাঠিয়ে দেন, আবার পুনরায় কিছুদিন পরেই সেখানেই কিছু অর্থের বিনিময়ে আগের মতই অবৈধ স্থাপনা তৈরি হয়ে যায় । কোন ভাবেই বন্ধ হচ্ছে না দোলন-শহিদুল বাহিনীর বনভুমিতে বসতি নির্মাণের কাজ। বাড়ইপাড়া বিটের উলু সারা মৌজায় ডংব্যাং ফ্যাক্টরির দক্ষিণে আসমার বাড়ির পশ্চিমে সুজন ১ শতাংশ জমি কিনেছিলোও অথচ দালালদের এবং বন কর্মকর্তাদের যোগসূত্রে টাকার বিনিময়ে ম্যানেজ করে কলোনি নির্মাণ করেছেন ৭/৮ শতাংস সরকারি বনভূমির উপরে।চলবে

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চন্দ্রা বিট রেঞ্জার আশরাফুল আলম (দোলন) নামে উঠে এসেছে বিভিন্ন বনের অপকর্মের অভিযোগ

আপডেট টাইম : ১২:৪২:০৪ অপরাহ্ণ, শনিবার, ১ এপ্রিল ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বন বিটের রেঞ্জার আশরাফুল আলম ওরফে (দোলন) এর বিরুদ্ধে উঠে এসেছে নানারকম চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ।

চন্দ্রা রেঞ্জার আশরাফুল আলম (দোলন) দীর্ঘ ২ বছর যাবৎ একই বিটের কর্মরত থাকার কারণে,লাগামহীন হয়ে পড়েছে, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বাহিনী।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন ফরেস্টার পদমর্যাদার আশরাফুল আলম।
ফরেস্টার হয়েও বিগত দুই বছর ধরে জেলার গুরুত্বপূর্ণ এই রেঞ্জটির দায়িত্ব পালন করছেন তিনি।
এই ফরেস্টার গাজীপুরে কর্মরত ছয় বছরের বেশী সময় ধরে।
এর আগে শ্রীপুর রেঞ্জের সিমলাপাড়া বিট ও রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটে কর্মরত ছিলেন।
মনিপুর বিটে থাকাকালীন দুর্নীতির দায়ে ২০১৮ সালের ২৭ মে, তাকে সিলেট বন বিভাগে অকালীন বদলীর আদেশ করেন তৎকালীন বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল।
তবে আশ্চর্যজনকভাবে তৎকালীন প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরীর আশির্বাদে এই ফরেস্টারের বদলীর আদেশ স্থগিত হয়।
প্রাইজ পোস্টিং দেয়া হয় গাজীপুর চন্দ্রা চেক স্টেশনে। পরে চেক স্টেশন থেকে তদবির করিয়ে তিনি কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার চেয়ার বাগিয়ে নেন। তার সক্রিয় একটি দালাল বাহিনী রয়েছে।
এই বাহিনীতে রয়েছে চিহ্নিত দালাল আলেক, রোহেজ । বাড়ইপাড়া বিট কর্মকর্তা শহিদুল আলমের মাধ্যমে অপ্রতিরোধ্য ভাবে কামিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। বন রক্ষার নামে তারা বনভূমিতে কলোনি বসতবাড়ি ও দোকানপাট নির্মাণে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা ।এলাকাবাসী সূত্রে জানা যায় ,চিহ্নিত বন বিটের দালাল আলেক ও রোহিজ সহ একাধিক দালালের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে চন্দ্র রেঞ্জারের পকেট পর্যন্ত । যখনই বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় তখনই তারা একটু নড়েচড়ে বসেন, এবং দু একটি অবৈধ স্থাপনায় অভিযান চালিয়ে একটি ভিডিও ফুটেজ ধারণ করে হেড অফিসে পাঠিয়ে দেন, আবার পুনরায় কিছুদিন পরেই সেখানেই কিছু অর্থের বিনিময়ে আগের মতই অবৈধ স্থাপনা তৈরি হয়ে যায় । কোন ভাবেই বন্ধ হচ্ছে না দোলন-শহিদুল বাহিনীর বনভুমিতে বসতি নির্মাণের কাজ। বাড়ইপাড়া বিটের উলু সারা মৌজায় ডংব্যাং ফ্যাক্টরির দক্ষিণে আসমার বাড়ির পশ্চিমে সুজন ১ শতাংশ জমি কিনেছিলোও অথচ দালালদের এবং বন কর্মকর্তাদের যোগসূত্রে টাকার বিনিময়ে ম্যানেজ করে কলোনি নির্মাণ করেছেন ৭/৮ শতাংস সরকারি বনভূমির উপরে।চলবে