ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার

চন্দ্রা বিট রেঞ্জার আশরাফুল আলম (দোলন) নামে উঠে এসেছে বিভিন্ন বনের অপকর্মের অভিযোগ

বিশেষ প্রতিবেদন -(গাজীপুর)
  • আপডেট টাইম : ১২:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ২৮২ ৫০০০.০ বার পাঠক

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বন বিটের রেঞ্জার আশরাফুল আলম ওরফে (দোলন) এর বিরুদ্ধে উঠে এসেছে নানারকম চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ।

চন্দ্রা রেঞ্জার আশরাফুল আলম (দোলন) দীর্ঘ ২ বছর যাবৎ একই বিটের কর্মরত থাকার কারণে,লাগামহীন হয়ে পড়েছে, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বাহিনী।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন ফরেস্টার পদমর্যাদার আশরাফুল আলম।
ফরেস্টার হয়েও বিগত দুই বছর ধরে জেলার গুরুত্বপূর্ণ এই রেঞ্জটির দায়িত্ব পালন করছেন তিনি।
এই ফরেস্টার গাজীপুরে কর্মরত ছয় বছরের বেশী সময় ধরে।
এর আগে শ্রীপুর রেঞ্জের সিমলাপাড়া বিট ও রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটে কর্মরত ছিলেন।
মনিপুর বিটে থাকাকালীন দুর্নীতির দায়ে ২০১৮ সালের ২৭ মে, তাকে সিলেট বন বিভাগে অকালীন বদলীর আদেশ করেন তৎকালীন বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল।
তবে আশ্চর্যজনকভাবে তৎকালীন প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরীর আশির্বাদে এই ফরেস্টারের বদলীর আদেশ স্থগিত হয়।
প্রাইজ পোস্টিং দেয়া হয় গাজীপুর চন্দ্রা চেক স্টেশনে। পরে চেক স্টেশন থেকে তদবির করিয়ে তিনি কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার চেয়ার বাগিয়ে নেন। তার সক্রিয় একটি দালাল বাহিনী রয়েছে।
এই বাহিনীতে রয়েছে চিহ্নিত দালাল আলেক, রোহেজ । বাড়ইপাড়া বিট কর্মকর্তা শহিদুল আলমের মাধ্যমে অপ্রতিরোধ্য ভাবে কামিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। বন রক্ষার নামে তারা বনভূমিতে কলোনি বসতবাড়ি ও দোকানপাট নির্মাণে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা ।এলাকাবাসী সূত্রে জানা যায় ,চিহ্নিত বন বিটের দালাল আলেক ও রোহিজ সহ একাধিক দালালের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে চন্দ্র রেঞ্জারের পকেট পর্যন্ত । যখনই বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় তখনই তারা একটু নড়েচড়ে বসেন, এবং দু একটি অবৈধ স্থাপনায় অভিযান চালিয়ে একটি ভিডিও ফুটেজ ধারণ করে হেড অফিসে পাঠিয়ে দেন, আবার পুনরায় কিছুদিন পরেই সেখানেই কিছু অর্থের বিনিময়ে আগের মতই অবৈধ স্থাপনা তৈরি হয়ে যায় । কোন ভাবেই বন্ধ হচ্ছে না দোলন-শহিদুল বাহিনীর বনভুমিতে বসতি নির্মাণের কাজ। বাড়ইপাড়া বিটের উলু সারা মৌজায় ডংব্যাং ফ্যাক্টরির দক্ষিণে আসমার বাড়ির পশ্চিমে সুজন ১ শতাংশ জমি কিনেছিলোও অথচ দালালদের এবং বন কর্মকর্তাদের যোগসূত্রে টাকার বিনিময়ে ম্যানেজ করে কলোনি নির্মাণ করেছেন ৭/৮ শতাংস সরকারি বনভূমির উপরে।চলবে

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চন্দ্রা বিট রেঞ্জার আশরাফুল আলম (দোলন) নামে উঠে এসেছে বিভিন্ন বনের অপকর্মের অভিযোগ

আপডেট টাইম : ১২:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বন বিটের রেঞ্জার আশরাফুল আলম ওরফে (দোলন) এর বিরুদ্ধে উঠে এসেছে নানারকম চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ।

চন্দ্রা রেঞ্জার আশরাফুল আলম (দোলন) দীর্ঘ ২ বছর যাবৎ একই বিটের কর্মরত থাকার কারণে,লাগামহীন হয়ে পড়েছে, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বাহিনী।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন ফরেস্টার পদমর্যাদার আশরাফুল আলম।
ফরেস্টার হয়েও বিগত দুই বছর ধরে জেলার গুরুত্বপূর্ণ এই রেঞ্জটির দায়িত্ব পালন করছেন তিনি।
এই ফরেস্টার গাজীপুরে কর্মরত ছয় বছরের বেশী সময় ধরে।
এর আগে শ্রীপুর রেঞ্জের সিমলাপাড়া বিট ও রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটে কর্মরত ছিলেন।
মনিপুর বিটে থাকাকালীন দুর্নীতির দায়ে ২০১৮ সালের ২৭ মে, তাকে সিলেট বন বিভাগে অকালীন বদলীর আদেশ করেন তৎকালীন বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল।
তবে আশ্চর্যজনকভাবে তৎকালীন প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরীর আশির্বাদে এই ফরেস্টারের বদলীর আদেশ স্থগিত হয়।
প্রাইজ পোস্টিং দেয়া হয় গাজীপুর চন্দ্রা চেক স্টেশনে। পরে চেক স্টেশন থেকে তদবির করিয়ে তিনি কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার চেয়ার বাগিয়ে নেন। তার সক্রিয় একটি দালাল বাহিনী রয়েছে।
এই বাহিনীতে রয়েছে চিহ্নিত দালাল আলেক, রোহেজ । বাড়ইপাড়া বিট কর্মকর্তা শহিদুল আলমের মাধ্যমে অপ্রতিরোধ্য ভাবে কামিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। বন রক্ষার নামে তারা বনভূমিতে কলোনি বসতবাড়ি ও দোকানপাট নির্মাণে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা ।এলাকাবাসী সূত্রে জানা যায় ,চিহ্নিত বন বিটের দালাল আলেক ও রোহিজ সহ একাধিক দালালের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে চন্দ্র রেঞ্জারের পকেট পর্যন্ত । যখনই বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় তখনই তারা একটু নড়েচড়ে বসেন, এবং দু একটি অবৈধ স্থাপনায় অভিযান চালিয়ে একটি ভিডিও ফুটেজ ধারণ করে হেড অফিসে পাঠিয়ে দেন, আবার পুনরায় কিছুদিন পরেই সেখানেই কিছু অর্থের বিনিময়ে আগের মতই অবৈধ স্থাপনা তৈরি হয়ে যায় । কোন ভাবেই বন্ধ হচ্ছে না দোলন-শহিদুল বাহিনীর বনভুমিতে বসতি নির্মাণের কাজ। বাড়ইপাড়া বিটের উলু সারা মৌজায় ডংব্যাং ফ্যাক্টরির দক্ষিণে আসমার বাড়ির পশ্চিমে সুজন ১ শতাংশ জমি কিনেছিলোও অথচ দালালদের এবং বন কর্মকর্তাদের যোগসূত্রে টাকার বিনিময়ে ম্যানেজ করে কলোনি নির্মাণ করেছেন ৭/৮ শতাংস সরকারি বনভূমির উপরে।চলবে