ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে ট্রেন থেকে ছিনতাইকারী তিন নারী গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে বিপ্লব হত্যা মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অসহায় পুলিশ প্রশাসন জেনেও নীরব স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা ।।ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু জাতীয়তাবাদী দল বিএনপি’র মোংলা উপজেলার ২নং বুড়িডাঙ্গা ইউনিয়নের ওর্য়াড কমিটির নির্বাচন সম্পন্ন টাঙ্গাইলে আলহাজ্ব মোজাম্মেল হককে ও জাতীয় পার্টির কার্যক্রমকে কঠোর হস্তে দমন করবে বিএনপি-জামায়াত নেতারা, আওয়ামী-জাপা দালাল সাংবাদিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব রোজার আগে পণ্যের দাম নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ফের নিষেধাজ্ঞা? বার্ষিক সাধারণ সভা ২০২৫ আয়োজিত ১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য আইএমএফের শর্তে রাজস্ব আহরণে কতটা সফল, জানতে চায় অর্থ বিভাগ

চন্দ্রা বিট রেঞ্জার আশরাফুল আলম (দোলন) নামে উঠে এসেছে বিভিন্ন বনের অপকর্মের অভিযোগ

বিশেষ প্রতিবেদন -(গাজীপুর)
  • আপডেট টাইম : ১২:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ২৬৮ ৫০০০.০ বার পাঠক

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বন বিটের রেঞ্জার আশরাফুল আলম ওরফে (দোলন) এর বিরুদ্ধে উঠে এসেছে নানারকম চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ।

চন্দ্রা রেঞ্জার আশরাফুল আলম (দোলন) দীর্ঘ ২ বছর যাবৎ একই বিটের কর্মরত থাকার কারণে,লাগামহীন হয়ে পড়েছে, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বাহিনী।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন ফরেস্টার পদমর্যাদার আশরাফুল আলম।
ফরেস্টার হয়েও বিগত দুই বছর ধরে জেলার গুরুত্বপূর্ণ এই রেঞ্জটির দায়িত্ব পালন করছেন তিনি।
এই ফরেস্টার গাজীপুরে কর্মরত ছয় বছরের বেশী সময় ধরে।
এর আগে শ্রীপুর রেঞ্জের সিমলাপাড়া বিট ও রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটে কর্মরত ছিলেন।
মনিপুর বিটে থাকাকালীন দুর্নীতির দায়ে ২০১৮ সালের ২৭ মে, তাকে সিলেট বন বিভাগে অকালীন বদলীর আদেশ করেন তৎকালীন বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল।
তবে আশ্চর্যজনকভাবে তৎকালীন প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরীর আশির্বাদে এই ফরেস্টারের বদলীর আদেশ স্থগিত হয়।
প্রাইজ পোস্টিং দেয়া হয় গাজীপুর চন্দ্রা চেক স্টেশনে। পরে চেক স্টেশন থেকে তদবির করিয়ে তিনি কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার চেয়ার বাগিয়ে নেন। তার সক্রিয় একটি দালাল বাহিনী রয়েছে।
এই বাহিনীতে রয়েছে চিহ্নিত দালাল আলেক, রোহেজ । বাড়ইপাড়া বিট কর্মকর্তা শহিদুল আলমের মাধ্যমে অপ্রতিরোধ্য ভাবে কামিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। বন রক্ষার নামে তারা বনভূমিতে কলোনি বসতবাড়ি ও দোকানপাট নির্মাণে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা ।এলাকাবাসী সূত্রে জানা যায় ,চিহ্নিত বন বিটের দালাল আলেক ও রোহিজ সহ একাধিক দালালের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে চন্দ্র রেঞ্জারের পকেট পর্যন্ত । যখনই বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় তখনই তারা একটু নড়েচড়ে বসেন, এবং দু একটি অবৈধ স্থাপনায় অভিযান চালিয়ে একটি ভিডিও ফুটেজ ধারণ করে হেড অফিসে পাঠিয়ে দেন, আবার পুনরায় কিছুদিন পরেই সেখানেই কিছু অর্থের বিনিময়ে আগের মতই অবৈধ স্থাপনা তৈরি হয়ে যায় । কোন ভাবেই বন্ধ হচ্ছে না দোলন-শহিদুল বাহিনীর বনভুমিতে বসতি নির্মাণের কাজ। বাড়ইপাড়া বিটের উলু সারা মৌজায় ডংব্যাং ফ্যাক্টরির দক্ষিণে আসমার বাড়ির পশ্চিমে সুজন ১ শতাংশ জমি কিনেছিলোও অথচ দালালদের এবং বন কর্মকর্তাদের যোগসূত্রে টাকার বিনিময়ে ম্যানেজ করে কলোনি নির্মাণ করেছেন ৭/৮ শতাংস সরকারি বনভূমির উপরে।চলবে

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চন্দ্রা বিট রেঞ্জার আশরাফুল আলম (দোলন) নামে উঠে এসেছে বিভিন্ন বনের অপকর্মের অভিযোগ

আপডেট টাইম : ১২:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বন বিটের রেঞ্জার আশরাফুল আলম ওরফে (দোলন) এর বিরুদ্ধে উঠে এসেছে নানারকম চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ।

চন্দ্রা রেঞ্জার আশরাফুল আলম (দোলন) দীর্ঘ ২ বছর যাবৎ একই বিটের কর্মরত থাকার কারণে,লাগামহীন হয়ে পড়েছে, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বাহিনী।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন ফরেস্টার পদমর্যাদার আশরাফুল আলম।
ফরেস্টার হয়েও বিগত দুই বছর ধরে জেলার গুরুত্বপূর্ণ এই রেঞ্জটির দায়িত্ব পালন করছেন তিনি।
এই ফরেস্টার গাজীপুরে কর্মরত ছয় বছরের বেশী সময় ধরে।
এর আগে শ্রীপুর রেঞ্জের সিমলাপাড়া বিট ও রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটে কর্মরত ছিলেন।
মনিপুর বিটে থাকাকালীন দুর্নীতির দায়ে ২০১৮ সালের ২৭ মে, তাকে সিলেট বন বিভাগে অকালীন বদলীর আদেশ করেন তৎকালীন বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল।
তবে আশ্চর্যজনকভাবে তৎকালীন প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরীর আশির্বাদে এই ফরেস্টারের বদলীর আদেশ স্থগিত হয়।
প্রাইজ পোস্টিং দেয়া হয় গাজীপুর চন্দ্রা চেক স্টেশনে। পরে চেক স্টেশন থেকে তদবির করিয়ে তিনি কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার চেয়ার বাগিয়ে নেন। তার সক্রিয় একটি দালাল বাহিনী রয়েছে।
এই বাহিনীতে রয়েছে চিহ্নিত দালাল আলেক, রোহেজ । বাড়ইপাড়া বিট কর্মকর্তা শহিদুল আলমের মাধ্যমে অপ্রতিরোধ্য ভাবে কামিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। বন রক্ষার নামে তারা বনভূমিতে কলোনি বসতবাড়ি ও দোকানপাট নির্মাণে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা ।এলাকাবাসী সূত্রে জানা যায় ,চিহ্নিত বন বিটের দালাল আলেক ও রোহিজ সহ একাধিক দালালের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে চন্দ্র রেঞ্জারের পকেট পর্যন্ত । যখনই বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় তখনই তারা একটু নড়েচড়ে বসেন, এবং দু একটি অবৈধ স্থাপনায় অভিযান চালিয়ে একটি ভিডিও ফুটেজ ধারণ করে হেড অফিসে পাঠিয়ে দেন, আবার পুনরায় কিছুদিন পরেই সেখানেই কিছু অর্থের বিনিময়ে আগের মতই অবৈধ স্থাপনা তৈরি হয়ে যায় । কোন ভাবেই বন্ধ হচ্ছে না দোলন-শহিদুল বাহিনীর বনভুমিতে বসতি নির্মাণের কাজ। বাড়ইপাড়া বিটের উলু সারা মৌজায় ডংব্যাং ফ্যাক্টরির দক্ষিণে আসমার বাড়ির পশ্চিমে সুজন ১ শতাংশ জমি কিনেছিলোও অথচ দালালদের এবং বন কর্মকর্তাদের যোগসূত্রে টাকার বিনিময়ে ম্যানেজ করে কলোনি নির্মাণ করেছেন ৭/৮ শতাংস সরকারি বনভূমির উপরে।চলবে