কোস্টগার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- আপডেট টাইম : ০৪:০৫:৩৫ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ কোস্টগার্ড সোমবার ২০ মার্চ ২০২৩ তারিখ সকালে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার অর্ন্তগত দোনা, সোলামবাড়িয়া এবং পাতাবাড়িয়া তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে ২শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট তামান্না তাবাচ্ছুম, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত ক্যাম্পেইনে কন্টিজেন্ট কমান্ডার শরণখোলা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশান শরণখোলায় কন্টিজেন্ট কমান্ডার আব্দুল মজিদ, পিও কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।