লামায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
- আপডেট টাইম : ০৬:৪৭:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ২৩১ ৫০০০.০ বার পাঠক
লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা, র্যালি, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ,২৩ ইং) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পৃথকভাবে লামা উপজেলা প্রশাসন ও আ,লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় এসময় অংশ নেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ ডাঃ মাইনুদ্দীন মোর্শেদ,পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম,লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,বন রেঞ্জ কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম।
আরও লামা পৌর আ,লীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ রফিক,উপজেলা মহিলা আ,লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, জাতীয় শ্রমিক লীগ লামা উপজেলার আহবায়ক মোঃ নাছির উদ্দীনসহ অনেকেই।