মোংলায় পালিত হলো বাংলাদেশ দোকান মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান
- আপডেট টাইম : ১১:২৭:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৪৭ ৫০০০.০ বার পাঠক
মোংলা টাইগার হোটেলে পালিত হলো বাংলাদেশ দোকান মালিক সমিতির মোংলা বন্দর শাখার নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক / পরিচিত অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আ:খালেক, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জহিরুল হক ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির খুলনা অঞ্চলের সভাপতি জি এম নাসির উল্লাহ, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব ও বিভাগীয় সমন্বয়কারী এম এ কাপি, বাংলাদেশ দোকান মালিক সমিতির বাগেরহাট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হালদার, মোংলা পৌর মেয়র শেখ আঃ রহমান, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, মোংলা থানার ওসি মনিরুল ইসলাম, মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো : ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান কামরুন্নাহার হাই, মোংলা উপজেলা ভাইস- চেয়ারম্যান ইকবাল হোসেন, মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম, মোংলা উপজেলা পরিষদের সদস্য আলহাজ্ব আঃ জলিল শিকদার, মোংলা পৌর ৫নং ওর্য়াডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলর জহুরা বেগম, মহিলা কাউন্সিলর চানু।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি মোংলা বন্দর শাখার সভাপতি মো: হাবিবুর রহমান মাষ্টার। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি মোংলা বন্দর শাখার সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান খোকনসহ অন্যান্য সদস্যবৃন্দ।