ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাভার-আশুলিয়ার ৩ ছাত্র হত্যা মামলার চার্জশীট দাখিল, হাসিনাসহ অভিযুক্ত ২ Logo দুবাইয়ে পাচারের টাকায় ২২৬ ফ্ল্যাট কেনেন সাইফুজ্জামান Logo ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলা‌দেশ Logo শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের Logo জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর Logo ডিম-পেঁয়াজ-কাঁচামরিচ আমদানির বিষয়ে নতুন সিদ্ধান্ত Logo হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ফুলবাড়ীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo ফুলবাড়ীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo অজ্ঞাত হ্যাকার বাগেরহাটে সক্রিয়, পরিচিতদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি-থানায় সাধারণ ডায়েরি Logo জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল হাসনাত তুহিন পেলেন ট্রাস্টের সম্পাদকীয় দায়িত্ব

এলপিজির দাম কমলো সেপ্টেম্বর থেকে: ১২ কেজিতে ভোক্তাদের সাশ্রয় ৩ টাকা, অটোগ্যাসেও কমলো লিটারপ্রতি মূল্য!

  • বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় ১০:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫ ১০.০০০ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে ভোগা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। রান্না ঘর থেকে শুরু করে গাড়ির ট্যাংক পর্যন্ত—সবখানেই এলপিজি ব্যবহারে মিলছে স্বস্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন দরের ফলে ভোক্তারা সাশ্রয় করবেন ৩ টাকা।

বিইআরসির নতুন নির্ধারিত দামে এখন বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজি বিক্রি হবে ১০৫ টাকা ৮৭ পয়সা দরে। আর এ হিসাব অনুযায়ী সব ধরনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

রান্নার গ্যাস ছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের তুলনায় ১৩ পয়সা কম।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির মাসিক মূল্য নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু আছে।

সেপ্টেম্বরের এই সামান্য মূল্যহ্রাস ভোক্তাদের জন্য আশার বার্তা হলেও, বাজারের ক্রমবর্ধমান চাপের মুখে সাধারণ মানুষের প্রত্যাশা—এলপিজির দাম আরও সাশ্রয়ী হোক।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়ার ৩ ছাত্র হত্যা মামলার চার্জশীট দাখিল, হাসিনাসহ অভিযুক্ত ২

এলপিজির দাম কমলো সেপ্টেম্বর থেকে: ১২ কেজিতে ভোক্তাদের সাশ্রয় ৩ টাকা, অটোগ্যাসেও কমলো লিটারপ্রতি মূল্য!

আপডেট সময় ১০:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে ভোগা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। রান্না ঘর থেকে শুরু করে গাড়ির ট্যাংক পর্যন্ত—সবখানেই এলপিজি ব্যবহারে মিলছে স্বস্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন দরের ফলে ভোক্তারা সাশ্রয় করবেন ৩ টাকা।

বিইআরসির নতুন নির্ধারিত দামে এখন বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজি বিক্রি হবে ১০৫ টাকা ৮৭ পয়সা দরে। আর এ হিসাব অনুযায়ী সব ধরনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

রান্নার গ্যাস ছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের তুলনায় ১৩ পয়সা কম।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির মাসিক মূল্য নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু আছে।

সেপ্টেম্বরের এই সামান্য মূল্যহ্রাস ভোক্তাদের জন্য আশার বার্তা হলেও, বাজারের ক্রমবর্ধমান চাপের মুখে সাধারণ মানুষের প্রত্যাশা—এলপিজির দাম আরও সাশ্রয়ী হোক।


প্রিন্ট