নওগাঁর আত্রাইয়ে এক মাদক ব্যবসায়ী সহ আটক চার

- আপডেট টাইম : ১১:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৭৭ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাইয়ে মুনসুর রহমান খোকা (৬০) নামে এক মাদক ব্যবসায়ীসহ চার জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীর শয়ন ঘর থেকে ফেন্সিডিল ও চোলাইমদ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানা পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিহারীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে মুনসুর রহমান খোকনকে আটক করা হয়। এসময় তার শয়ন ঘর তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল এবং ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। একই রাতে উপজেলার ভরতেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানামূলে ওই গ্রামের ইসাহাক আলীর ছেলে আশাদুল প্রামানিক ও ময়েন হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার এবং লাকবাড়ী গ্রাম থেকে মোহাম্মদ সিকদারের ছেলে আব্দুলকে গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানার ওসি মো: তারেকুর রহমান সরকার বলেন,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।