সমাধান নয় বিভ্রান্তি ছড়ানোই জ্ঞান পাপীদের প্রধান কাজ।প্রধানমন্ত্রী
- আপডেট টাইম : ০৫:৩৫:০২ পূর্বাহ্ণ, রবিবার, ৭ আগস্ট ২০২২
- / ২৫৬ ৫০০০.০ বার পাঠক
ইস্যু: জ্বালানি তেলের মূল্য সমন্বয়
জ্বালানি তেলের দাম বেড়েছে এবং সাথে সাথেই বাজারে কিছু বিশেষজ্ঞ নেমে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। জনগনকে উস্কে দেয়ার জন্য পূর্ণাঙ্গ সত্য না বলে অর্ধ সত্য কথা বলছে তারা। যেমন তারা বলছে, “বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম যখন কমতির দিকে, তখন বাংলাদেশে দাম বৃদ্ধি করা হলো।”
কিন্তু এই অর্ধ-সত্যবাদী বিশেষজ্ঞরা এই কথা বলছে না যে, যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল এবং অন্যান্য দেশ তখনই তাদের জ্বালানির দাম বাড়িয়েছিল, বাংলাদেশ সরকার তখনও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি বরং অধিক হারে ভর্তুকি দিয়ে এসেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্যও অপেক্ষা করেছে।
এই বিশেষজ্ঞরা এ কথাও বলে না যে, এই অধিক হারে ভর্তুকির ফলে ফেব্রুয়ারি-জুলাই/২০২২ মাস পর্যন্ত বিপিসি’র প্রকৃত লোকসান দাঁড়ায় ৮০১৪ কোটি টাকার উপরে।
এরা, এ কথাও বলে না যে, সর্বশেষ মূল্য সমন্বয়ে ডিজেলের মূল্য ১১৪.০০ টাকা করা হলেও জুলাই/২০২২ মাসের গড় হিসেবে প্রতি লিটারে খরচ পড়বে ১২২.১৩ টাকা, অর্থাৎ প্রতি লিটারে তারপরেও ৮.১৩ টাকা লোকসান বিপিসিকে বহন করতে হবে।
অর্থাৎ, এই বিশেষজ্ঞদের কথা শুনে দেশ চালালে খুব শীঘ্রই দেশ দেউলিয়া হয়ে যাবে। এই ধরনের বিশেষজ্ঞদের কথা শুনেই শ্রীলংকার সরকার নাগরিকদের আয়ের উপর কর কমিয়ে দিয়েছিল এবং ভ্যাটও কমিয়েছিল। আবার, অর্গানিক খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় গিয়েছিল। মানুষকে সাময়িক তুষ্টি দিতে গিয়ে, দীর্ঘ মেয়াদে দেশকে দেউলিয়া করেছে শ্রীলংকা সরকার।
কাজেই দেশের স্বার্থেই কখনো কখনো কঠিন এবং অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় সরকারকে। দীর্ঘ মেয়াদে জনগনের মঙ্গলের জন্যই এই সিদ্ধান্ত। সাময়িক তুষ্টি যদি আমাদের দীর্ঘ মেয়াদে দেউলিয়া বানিয়ে দেয়, তাহলে সেই সিদ্ধান্ত কখনোই ভল সিদ্ধান্ত হতে পারে না। কাজেই, আংশিক নয়, পূর্নাঙ্গ তথ্যের উপর ভিত্তি করে এবং কল্পনা নয়, বাস্তবতার নিরিখে করে চিন্তা করুন। ফেসবুক পেজ থেকে