একটি নিরপেক্ষ জাতীয় কমিশন গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

- আপডেট টাইম : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ২১১ ১৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদকঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পিছনে জড়িতদের খুঁজে বের করার জন্য একটি জাতীয় কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়,উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জাতীয় কমিশন বাস্তবায়ন কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা এম.ডি.এন.মাইকেল,
এখানে উল্লেখ থাকে যে একটি নিরপেক্ষ জাতীয় কমিশন গঠনের দাবিতে ২০১৯ সালের ১৯শে এপ্রিল থেকে আন্দোলন করে আসছে জাতীয় কমিশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম.ডি.এন.মাইকেল এর নেতৃত্বে জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন কমিটির আহবায়ক,আজকের মানববন্ধনে তিনি আরো বলেন আগামী ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আগে যদি জাতীয় কমিশন গঠন করে বাস্তবায়ন করা না হয় তাহলে সারা বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো,মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জাতীয় কমিশন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ