ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এ প্রতিপাদ্য সামনে রেখে,উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার শাহীনা নাসরীন। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফাহিমুল আরিফিন, পল্লী বিদুৎ ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা উপজেলা সমবায় কর্নমর্তা লুৎফুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো: রবিউল প্রমুখ।আলোচনা সভা শেষে, ১৫ যুবক ও যুবতীর মাঝে যুব ঋণের ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
প্রিন্ট