বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
- আপডেট টাইম : ০২:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ৩৩৮ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নাই” “বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কেটে আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১২মে) দুপুরে নার্সিং শাখা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিরামপুর, দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসারদ্বয় ডাঃ এইএম সামসুজ্জামান সরকার, ডাঃ জান্নাতুন ফেরদৌস, ডাঃ মনিরা পারভীন,নার্সিং সুপারভাইজার মোর্শেদা খাতুন প্রমুখ।