ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

ঈদ কে সামনে রেখে চলেছে কেনা কাটা

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:০৪:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ১৯৩ ৫০০০.০ বার পাঠক

শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর আত্রাইয়ে চলছে ঈদের কেনা কাটা কেত্রা অনেক টায় চখে পড়ার মতো সব দোকানকে যেন মৌমাছির মতো চতুর্দিকে ঘিরে রেখেছে বিক্রেতা আনন্দে তাদের ভালো ভালো কাপড়,শাট, প্যান্ট, লুঙ্গি,থ্রি পিস, দেখাচ্ছে। ক্রেতা যার যেটা পছন্দ সেটা কিনে নিয়ে যাচ্ছে এবং ঈদ তারা আনন্দে কাটাবে আবার জুতার দোকানে ও চোখে পড়ার মতো ভিড় এদিকে ভির জমেছে কসমেটিকের দোকানে। বিক্রেতা মোঃ আশরাফুল বলেন গত বছরের চেয়ে এ বছর ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি আমরা আশা করছি কয়েকদিন পর থেকে আরও বেশি ক্রেতা আসবে।দোকানদার মো: রকি জানান ক্রেতা যদি বেশি হয় তাহলে আমাদের ব্যবসা অনেকটা ভালো হবে আমি আশাবাদী গত বছর চেয়ে এবছর বিক্রি অনেক বেশি হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঈদ কে সামনে রেখে চলেছে কেনা কাটা

আপডেট টাইম : ১০:০৪:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ২০ এপ্রিল ২০২২

শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর আত্রাইয়ে চলছে ঈদের কেনা কাটা কেত্রা অনেক টায় চখে পড়ার মতো সব দোকানকে যেন মৌমাছির মতো চতুর্দিকে ঘিরে রেখেছে বিক্রেতা আনন্দে তাদের ভালো ভালো কাপড়,শাট, প্যান্ট, লুঙ্গি,থ্রি পিস, দেখাচ্ছে। ক্রেতা যার যেটা পছন্দ সেটা কিনে নিয়ে যাচ্ছে এবং ঈদ তারা আনন্দে কাটাবে আবার জুতার দোকানে ও চোখে পড়ার মতো ভিড় এদিকে ভির জমেছে কসমেটিকের দোকানে। বিক্রেতা মোঃ আশরাফুল বলেন গত বছরের চেয়ে এ বছর ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি আমরা আশা করছি কয়েকদিন পর থেকে আরও বেশি ক্রেতা আসবে।দোকানদার মো: রকি জানান ক্রেতা যদি বেশি হয় তাহলে আমাদের ব্যবসা অনেকটা ভালো হবে আমি আশাবাদী গত বছর চেয়ে এবছর বিক্রি অনেক বেশি হবে।