৪০ দিনের কর্মসূচী( ইজিপিপি) প্রকল্পের উপকারভোগীর সিম চেয়ারম্যানের পকেটজাত করার অভিযোগ উঠেছে
- আপডেট টাইম : ০৬:৩৭:০৩ পূর্বাহ্ণ, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ৫নং চাঁদখানা ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের উপকারভোগীদের সিম এখন মেম্বার, চেয়ারম্যানের পকেটজাত করার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ওয়ার্ডের উপকার ভোগীরা অভিযোগ করে বলেন, তাদের সিমে কয়েক দিন আগে রকেট একাউন্ড খুলতে বলেন মেম্বার ও চেয়ারম্যান। তারা নতুনকরে সিম কিনে তাতে রকেট একাউন্ড খুলেছে। কিন্তু সেই সিম চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে সিম গুলো মেম্বার, চেয়ারম্যান তাদের পকেট জাত করেছে।
চাঁদখানা এক নং ওয়ার্ড মেম্বার হাসানুরের সাথে কথা বললে তিনি বিষয়টি সত্য বলে স্বীকার করেন। ও বলেন চেয়ারম্যান তাদেরকে সিম তুলে নিতে বলেছেন তাই তারা সিমগুলো উপকারভোগীদের কাছ থেকে নিয়েছে।
এক নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ওহাবের সাথে কথা বললে তিনিও সত্যতা স্বীকার করেন ও বলেন আমাকে সিম গুলো তুলতে বলেছে তাই আমি তুলে মেম্বারের কাছে জমা দিয়েছি।
এ ব্যাপারে ইউপি সচিব মাহফুজার রহমান রুনুর সাথে কথা হলে তিনি বলেন, যারা সিম নিয়েতে তারা সিম ফিরত দিবে না হলে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে ৫ নং চাঁদখানা ইউনিয়ান চেয়ারম্যান হাফিজার রহমান হাফির সাথে কথা হলে প্রথমে তিনি সিম নেয়ার বিষয় অস্বীকার করেন, পরে বলেন প্রত্যেক ইউসিয়নে এভাবে সিম নিয়েছে তাই আমিও নিয়েছি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাতের সাথে কথা হলে তিনি বলেন এগুলো আমাদের অফিসে আসবে যাচাই-বাচাই হবে তার পড়ে মন্ত্রনালয়ে যাবে তার পড়ে টাকা আসবে।