কালিয়াকৈরে মহাসড়কে দূর্ঘটনায় নিহত ১
- আপডেট টাইম : ০২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৬৮ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী (৩০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার গোয়ালবাথান খাড়া জোড়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬ টার দিকে খাড়াজোড়া উড়াল সেতুর সামনে ওই নারী সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।
নাওজোর হাইওয়ে পুলিশের (ওসি) রইছ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।