ভৈরবে আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কায়সার গ্রেফতার

- আপডেট টাইম : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৯৩ ১৫০০০.০ বার পাঠক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ভৈরব উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল
সোমবার(৪নভেম্বর) সকাল পোনে ১২টায় ভৈরব বিসিক শিল্প নগরী গেটের ক্যান্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শহিদুল্লাহ কায়সার (৫৪) উপজেলার বাঁশগাড়ি
এলাকার মৃত নাজির হোসেন প্রধানের ছেলে।
উল্লেখ্য গত ( ১৯জুলাই) বিকাল ৪টায় কিশোরগঞ্জের ভৈরব লক্ষীপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা হামলা করে এতে বেশ কিছু লোক আহত হয়।
র্যাব-১৪ প্রেস রিলিজ সূত্রে জানা যায়, হামলার ঘটনায় (২৭আগষ্ট ও ৭সেপ্টেম্বর) মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের পর থেকে আসামিগণ অজ্ঞাতস্থানে পলাতক ছিলেন। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।