গাজীপুরের কালিয়াকৈরে বাজার মনিটরিং করতে ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান
- আপডেট টাইম : ০২:৩৮:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ২৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাজার মনিটরিং করতে আসায় ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান করেন কিছু অসাধু ব্যবসায়ী। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর কাঁচাবাজার মনিটরিং করতে এসে এই বাধার শিকার হন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।
অভিযান সূত্রে ও সফিপুর বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ উপজেলার সফিপুর কাঁচাবাজার মনিটরিং এর জন্য বাজারে প্রবেশ করে। পরে আরিফুল মিয়া নামের এক দোকানিকে ৫ হাজার টাকা ও রাজু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বাজারের একাধিক অসাধু ব্যবসায়ীরা একত্রিত হয়ে ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতন্ডা শুরু করে। পরে ম্যাজিস্ট্রেট দিল আফরোজ সফিপুর বাজার থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। পরে এক দল অসাধু ব্যবসায়ী ম্যাজিস্ট্রেটের গাড়ি বহরকে দাওয়া করে। পরে খবর পেয়ে কালিয়াকৈর কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ জানান, সহকারী কমিশনার (ভূমি) সফিপুর বাজারে বাজার মনিটরিং করতে এসে ২টি দোকানে অনিয়ম পাওয়ায় জরিমানা করেন। এসময় অসাধু ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে গিয়ে বাজার মনিটরিং যাতে না করতে পারে সে লক্ষ্যে প্রতিরোধ গড়ে তোলা। যারা সরকারি কাজে বাধা প্রদান করেছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।