জাঙ্গালিয়া ইউনিয়নের আনসার সদস জাহাঙ্গীর এর কলা বাগান কেটে জোড় পূর্বক দলিলকৃত সম্পত্তি জবর-দখলের চেষ্টা
- আপডেট টাইম : ০৯:৫১:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ১৭ ৫০০০.০ বার পাঠক
(৫ নভেম্বর মঙ্গলবার)
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জোড় পূর্বক দলিল কৃত সম্পত্তি জবর-দখল করে) গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে মারধর-হুমকির শিকার হচ্ছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন কাজিরহাটি গ্রামে আনসার সদস্য মো. জাহাঙ্গীর বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, তিনি বিবাদী শাহ জাহান ও আলমগীর এবং তার স্ত্রী আছমা আক্তার । বিবাদীগন আমার ভাই সর্বদায় আমাকে অত্যাচর নির্যাতন করিয়া আসছে আমার মাকে ঘর নির্মান করে দিলে বিবাদীগন বিভিন্ন প্রকার ভয়ভীতি ও দখলীয় জমিতে থাকা কলাগাছের বাগান কেটে ফেলে। জাহাঙ্গীর মা আমিনা খাতুন জানান আমার স্বামী কাছে থেকে পাওয়া জমি বড় ছেলে মো. জাহাঙ্গীর কাছে বিক্রি করি, এরপর থেকে জমি মো. জাহাঙ্গীর এর কাছে থেকে দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ অপর দুই ছেলে শাহ জাহান ও আলমগীর ও বউ আছমা আক্তার চেষ্টা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত (৩ নভেম্বর ) অভিযুক্ত ব্যক্তিরা পূর্ব প্রস্তুতি মোতাবেক তার বাগানে গিয়ে ১০-১২ টি কলা গাছ কেটে ফেলে ৪০,০০০/- টাকার ক্ষতি হয় এবং জমি ও বাগান দখল করার চেষ্টা করে । পরবর্তীতে থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর তিনি আইনগত সহযোগিতা পাওয়ার জন্য থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে মো. জাহাঙ্গীর তার মাকে নিয়ে তিনি নিজেও জীবন শঙ্কায় রয়েছে বলে জানান।
এদিকে শাহ জাহান এর মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন,এই জমি বাবা মৃত্য সিরাজ উদ্দীন আমার নামে লিখে দেয়, সরেজমিনে গিয়ে দেখা যায় বাদী মো. জাহাঙ্গীর এর নামে তার বাবা জমি লিখে দেয়। এখন সেই জমি নেওয়ার জন্য শাহ জাহান, বিভিন্ন ভাবে চেষ্টা করছে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার এএসআই মো. রাকিব উজ্জামান খান জানান বাদীর জিডির বিষয়টি নিশ্চিত করেন, উভয় পক্ষকে স্থানীয় ভাবে আপোষ মিমাংসার কথা বল্লে তারা কেউ রাজি না হওয়ায়, আইনগত ব্যবস্তা গ্রহণের প্রক্রিয়াধীন আছে।