গর্ভনর ধনখড়কে টুইটারে ব্লক করে দিয়েছেন মমতা
- আপডেট টাইম : ০৪:৪৫:৫৩ অপরাহ্ণ, সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
- / ১৯৭ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
পশ্চিমবঙ্গের গর্ভনর জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করে দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস সোমবার এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার সাংবাদ সম্মেলনে মমতা এ কথা জানিয়ে মমতা বলেন, আমি ধনখড়কে টুইটারে ব্লক ব্লক করতে বাধ্য হয়েছি। তার কাছে বহু ফাইল, অনেক বিল আটকে রয়েছে। উনার সঙ্গে গিয়ে আমি দেখা করেছি। কথা বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি।
এ সময় ধনখড়ের কারণেই সরকারের অনেক কাজ আটকে রয়েছে বলে অভিযোগ করেন মমতা।
মমতা বলেন, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বামরা শাসন ক্ষমতায় থাকাকালে গভর্নর ছিলেন ধর্মবীর, তখনও তিনি কিছু ফাইলে সই করেননি। তা নিয়ে আন্দোলন হয়েছিল। শেষমেশ তাকে সরে যেতে হয়েছিল। আমরা তো দেড় বছর ধরে সহ্য করছি।
ধনখড়ের বিরুদ্ধে মমতার অভিযোগ, রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ডিজি, এসপি জেলাশাসক সবাইকে ডেকে ভয় দেখাচ্ছেন গভর্নর।
অবশ্য এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘গভর্নর সংবিধান সম্মত কাজ করেছেন। নিজের দায়িত্ব পালন করেছেন মাত্র। মুখ্যমন্ত্রী আসলে পালিয়ে বাঁচতে চাইছেন।