চট্টগ্রাম নগরীর বায়েজিদে বিএসটিআই’র ভূয়া লোগো ব্যবহার,কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
- আপডেট টাইম : ০৭:০১:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ২৪২ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম ( শহিদ )বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম নগরীর বায়েজিদে অনুমোদনবিহীন তেল কারখানা সিলগালা করেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও মালদাদীঘি এলাকার একটি ফ্যাক্টরিতে ‘নুর সয়াবিন’ নামে ভোজ্যতেল মোড়কীকরণ ও বাজারজাত করে আসছিল এসএ ট্রেডার্স। বিষয়টি এনএসআই নগর শাখার নজরে আসলে তারা ফ্যাক্টরিটি কয়েকদিন নজরদারিতে রাখে। এরপর প্রমাণ পেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফ্যাক্টরি সিলগালা করে দেয়। অভিযানে তেল বোতলজাত ও মোড়কীকরণ করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআই’র ভুয়া লোগো দিয়ে মোড়কজাত করে ‘নুর সয়াবিন’ নামে তেল বাজারজাত করছিল এসএ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স (এনএসআই) চট্টগ্রাম নগর শাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।