ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
নাসিরনগরে বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ -মাওলানা রফিকুল ইসলাম খান আজমিরীগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু নাওজোড় হাইওয়ে পুলিশের অবহেলায় মহাসড়ক অনিরাপদ, জনদুর্ভোগ চরমে ভাঙ্গুড়ায় চার নিয়োগে অর্ধ কোটি টাকা ঘুস আদায় আ.লীগ নেতার মা-তুমি অনন্ত, তুমি মহাসমুদ্র, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ গাজীপুরের কাশিমপুরে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে ২জন ও ধর্ষণ মামলায় ১ জনকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ নিজেকে কতটুকু জানি? আমাদের অবস্থার ভিত্তি কী? গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি মগবাজারে বিজয় উৎসবে আমীরে জামায়াতের দৃপ্ত ভাষণ

ব্রিটেন থেকে রাশিয়ায় উড়ে যাবার পর ক্ষুদে বাদুড়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ০৫:২৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • / ২৬৪ ১৫০০০.০ বার পাঠক

আন্তর্জাতিক রিপোর্ট।।

মানুষের হাতের বুড়ো আঙুলের সমান বড় একটি বাদুড় ব্রিটেন থেকে ১,২০০ মাইল দূরের রাশিয়ায় উড়ে যাবার পর সেখানে একটি বেড়ালের হাতে মারা পড়েছে। অতিক্ষুদ্র এই স্ত্রী-বাদুড়টির জীববৈজ্ঞানিক নাম নাথুসিয়াস পিপিস্ট্রেল, এবং এর ওজন হচ্ছে মাত্র ৮ গ্রাম।

রাশিয়ার পস্কভ অঞ্চলে মলগিনো গ্রামে বেড়ালের আক্রমণে মৃত বাদুড়টিকে দেখতে পান স্থানীয় এক মহিলা । সভেৎলানা লাপিনা নামে এ মহিলারই চোখে পড়ে যে বাদুড়টির পাখায় একটি রিং লাগানো রয়েছে – এবং তাতে ইংরেজিতে ‘লন্ডন চিড়িয়াখানা’ কথাটি লেখা রয়েছে।

বাদুড়টির পাখায় ২০১৬ সালে এই রিংটি লাগিয়ে দিয়েছিলেন লন্ডনে বাদুড়ের গতিবিধি পর্যবেক্ষণকারী ব্রায়ান ব্রিগস।

যুক্তরাজ্য থেকে কোন বাদুড়ের ইউরোপ পাড়ি দিয়ে এতদূর পর্যন্ত যাবার কোন নজির আগে পাওয়া যায়নি।

মি. ব্রিগস বলেছেন, এ ঘটনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণে অবদান রাখা এবং এরকম ব্যতিক্রমী একটি প্রাণীর জীবন সম্পর্কে জানতে পারাটা খুবই চমকপ্রদ ব্যাপার। ব্রিটেনের বাদুড় সংরক্ষণের একটি ট্রাস্টকে এ ঘটনার কথা জানানোর পর তারা এটিকে বাদুড়ের চলাচলের ক্ষেত্রে একটি “উত্তেজনাপূর্ণ বৈজ্ঞানিক তথ্যপ্রাপ্তি” বলে অভিহিত করেছে।

এটি অবশ্য নাথুসিয়াস পিপিস্ট্রেল জাতীয় একটি বাদুড়ের দীর্ঘতম ভ্রমণের রেকর্ড নয়।

এ রেকর্ডের মালিক আরেকটি নাথুসিয়াস পিপিস্ট্রেল বাদুড় – যেটি লাটভিয়া থেকে ইউরোপের স্পেনে উড়ে এসেছিল ২০১৯ সালে। সে পাড়ি দিয়েছিল ১,৩৮২ মাইল বা ২,২২৪ কিলোমিটার – যা এ ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড। যুক্তরাজ্যে ২,৬০০রও বেশি এ জাতীয় বাদুড় আছে, এবং তাদের প্রজনন, বাসস্থান ও পরিযায়ী আচরণ সম্পর্কে জানার জন্য ২০১৪ সালে একটি প্রকল্পও চালু করা হয়।

ব্রিটেনে নাথুসিয়াস পিপিস্ট্রেল দেখা যায় বৃহত্তর লন্ডন, কেন্ট, সারে এবং নর্থাম্বারল্যান্ড অঞ্চলে।

সূত্র : বিবিসি বাংলা

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ব্রিটেন থেকে রাশিয়ায় উড়ে যাবার পর ক্ষুদে বাদুড়ের মৃত্যু

আপডেট টাইম : ০৫:২৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক রিপোর্ট।।

মানুষের হাতের বুড়ো আঙুলের সমান বড় একটি বাদুড় ব্রিটেন থেকে ১,২০০ মাইল দূরের রাশিয়ায় উড়ে যাবার পর সেখানে একটি বেড়ালের হাতে মারা পড়েছে। অতিক্ষুদ্র এই স্ত্রী-বাদুড়টির জীববৈজ্ঞানিক নাম নাথুসিয়াস পিপিস্ট্রেল, এবং এর ওজন হচ্ছে মাত্র ৮ গ্রাম।

রাশিয়ার পস্কভ অঞ্চলে মলগিনো গ্রামে বেড়ালের আক্রমণে মৃত বাদুড়টিকে দেখতে পান স্থানীয় এক মহিলা । সভেৎলানা লাপিনা নামে এ মহিলারই চোখে পড়ে যে বাদুড়টির পাখায় একটি রিং লাগানো রয়েছে – এবং তাতে ইংরেজিতে ‘লন্ডন চিড়িয়াখানা’ কথাটি লেখা রয়েছে।

বাদুড়টির পাখায় ২০১৬ সালে এই রিংটি লাগিয়ে দিয়েছিলেন লন্ডনে বাদুড়ের গতিবিধি পর্যবেক্ষণকারী ব্রায়ান ব্রিগস।

যুক্তরাজ্য থেকে কোন বাদুড়ের ইউরোপ পাড়ি দিয়ে এতদূর পর্যন্ত যাবার কোন নজির আগে পাওয়া যায়নি।

মি. ব্রিগস বলেছেন, এ ঘটনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণে অবদান রাখা এবং এরকম ব্যতিক্রমী একটি প্রাণীর জীবন সম্পর্কে জানতে পারাটা খুবই চমকপ্রদ ব্যাপার। ব্রিটেনের বাদুড় সংরক্ষণের একটি ট্রাস্টকে এ ঘটনার কথা জানানোর পর তারা এটিকে বাদুড়ের চলাচলের ক্ষেত্রে একটি “উত্তেজনাপূর্ণ বৈজ্ঞানিক তথ্যপ্রাপ্তি” বলে অভিহিত করেছে।

এটি অবশ্য নাথুসিয়াস পিপিস্ট্রেল জাতীয় একটি বাদুড়ের দীর্ঘতম ভ্রমণের রেকর্ড নয়।

এ রেকর্ডের মালিক আরেকটি নাথুসিয়াস পিপিস্ট্রেল বাদুড় – যেটি লাটভিয়া থেকে ইউরোপের স্পেনে উড়ে এসেছিল ২০১৯ সালে। সে পাড়ি দিয়েছিল ১,৩৮২ মাইল বা ২,২২৪ কিলোমিটার – যা এ ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড। যুক্তরাজ্যে ২,৬০০রও বেশি এ জাতীয় বাদুড় আছে, এবং তাদের প্রজনন, বাসস্থান ও পরিযায়ী আচরণ সম্পর্কে জানার জন্য ২০১৪ সালে একটি প্রকল্পও চালু করা হয়।

ব্রিটেনে নাথুসিয়াস পিপিস্ট্রেল দেখা যায় বৃহত্তর লন্ডন, কেন্ট, সারে এবং নর্থাম্বারল্যান্ড অঞ্চলে।

সূত্র : বিবিসি বাংলা